জীবন যদি হতো নারী সাহাবির মতো pdf বই ডাউনলোড । পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে আমাদের পাড়ি দিতে হয় কন্টকাকীর্ণ পথ। ছেড়ে আসতে হয় সকল পিছুটান। ইসরামের সুমহান আদর্শে নিজেকে সাজাতে গেলে অনেক প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় সহৃদ আমাদের থেকে দূরে চলে যায়।
চারপাশটা আমাদের জন্য হয়ে যায় একটা বৈরী পরিবেশ। তবুও অনন্ত সুখের আশায়, মহান রবের সন্তুষ্টি কামনায়, প্রিয় রাসুলের পদাঙ্কিত পথে হাঁটার মানসে আমরা বদলে যাই। ছেড়ে আসি প্রিয় মানুষ, প্রিয়জন, প্রিয় সময়।
যখন মক্কা নগরীতে একজন মহামানবের আবির্ভাব হলো, যখন আসমান থেকে তার ওপর নেমে এলো এক ঐশী আলোক রেখা, তখন দলে দলে মানুষ সেই মহামানবের ডাকে সমবেত হতে শুরু করলো। একটি অত্যুজ্জ্বল আলোর পানে ছুটে আসতে লাগল তৃষিত সব প্রাণ।
সেই তৃষ্ণার্ত, ক্ষুধিত প্রাণের মানুষগুলোর মাঝে, বিশাল একটি সংখ্যা ছিল নারীদের। নারী সাহাবীদের। নবিজী যখন এক চরম, পরম ও মহাসত্যের দিকে মানুষকে আহ্বান করলেন। তখন অনেকেরে মতো চারদিক থেকে তৃষিত হৃদয়ে ছুটে এলা নারীদের দলও।
তারাও বরণ করে নিল সত্যের পেয়ালা। যে অমৃত নবিজি ধারণ করে এনেছেন হেরা পর্বত থেকে সেই অমৃত পান করতে উদগ্রীব হয়ে পড়লেন তারাও।
নারী সাহাবি বিষয়ক আরও বই দেখুনঃ
- রসূলের যুগে নারী স্বাধীনতা ২য় খন্ড pdf বই ডাউনলোড
- নারী সাহাবীদের ঈমানদীপ্ত pdf বই ডাউনলোড
- আইনে রাসুল সাঃ আদর্শ নারী pdf বই ডাউনলোড
- রসূলের যুগে নারী স্বাধীনতা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- প্রোডাক্টিভ মুসলিম pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ২২তম খন্ড pdf বই ডাউনলোড
- ইসলাহী খুতুবাত ৭ম খন্ড pdf বই ডাউনলোড
কিন্তু সত্যে এই মিছিলে যোগদান তাদের জন্য সহজ ছিল না মোটেও। নবিজীর ডাকে সাড়া দিতে গিয়ে তারা হয়েছেন ঘরহারা। হারিয়েছেন প্রিয় মানুষ, প্রিয় মুখ। সত্যকে নিজেদের জীবনে ধারণ করতে গিয়ে তারা হিজরত করেছেন। ছেড়ে এসেছেন প্রিয় জন্মভূমি। এমনকি হাসিমুখে মৃত্যুর মিছিলেও তারা অংশ নিয়েছেন।
তবু যে অমৃত তারা পান করেছেন, যে রঙে রাঙিয়েছেন জীবন, যে সুরে আবগাহন করেছেন তনুমন, সেই অমৃত, সেই রং, সেই সুর থেকে তারা একচুল পরিমাণও বিচ্যুত হন নি। এতটাই দৃঢ় আর অবিচল ছিল তাদের ঈমান।
ঐশী আলোর ঝলকানিতে সত্যের পেয়ালা পান করে জীবনকে আলোকময় করেছেন যে রমনীগণ, যে সুর আর লহরির মাঝে তারা হারিয়ে গেছেন, সত্যের পথে হাঁটতে তারা যে ত্যাগ-তিতিক্ষা, যে বিসর্জন দিয়েছেন, তা-ই উপজীব্য হয়ে উঠে এসেছে আমাদের জীবন যদি হতো নারী সাহাবীর মতো বইতে।
সত্য আর সুন্দরের জন্য তাদের কুরবানি, তাদের আত্মত্যাগের গল্পগুলো থেকে আমরা খুঁজে নেব আমাদের জীবনের রসদ। রাঙিয়ে নেব আমাদের জীবন-অধ্যায়। শুধরে নেব ভুল। জাগিয়ে তুলব বিস্মৃত অন্তর।
নিচে জীবন যদি হতো নারী সাহাবির মতো pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমকালীন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 36.4 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. হানান লাশিন |
অনুবাদঃ | আবদুল্লাহ মজুমদার |