জীবন যেখানে যেমন pdf বই ডাউনলোড। খুবই ছোটবেলা থেকেই আমি গল্প-পাগল। যেখানেই গল্পের গন্ধ পেয়েছি, সেখানেই ডবিয়ে দিয়েছি চোখ। গল্প পড়তে, শোনতে আমার দুর্নিবার আগ্রহ। আমার মনে পড়ে শৈশবের কথা। জোছনাভরা রাতে উঠোনে মাদুর পেতে আমরা গোল হয়ে বসতাম। আমাদের মাঝে কখনো গল্প-কথক হিসেবে থাকতেন আমার দাদি, কখনো বা আমার জেঠু। মাঝেমধ্যে বাবাকেও পাওয়া যেতো।
তারা পুরোনো দিনের রাজা-রানির গল্প, রাক্ষস-খোক্কসের গল্প, জ্বীন ভুতের গল্প বলে আসরে মোহ সৃষ্টি করতেন। কোনো কোনো গল্প শুনে বিষাদে ছেয়ে যেতো আমাদের মন। আবার কোনা কোনো গল্প শুনে গায়ের রক্ত হিম হয়ে যেতো ভয়ে।
আরও দেখুনঃ ইসলামি আকিদা বিষয়ক মাসআলা pdf বই ডাউনলোড
গল্প আমাদের মাঝে যে অনুভুতিই তৈরি করুক- গল্প শোনার ব্যাপারে আমরা ছিলাম একেবারে নাছোড়বান্দা। সেই থেকে হয়তো- গল্প আমার জীবনের একটা অনুষঙ্গই হয়ে দাড়াঁলো। মানুষকে গল্প শোনাবার এক তীব্র আকর্ষণ, সুতীব্র বাসনা আমার মাঝেও প্রবল হয়ে ওঠে। আমার লেখা প্রথম বই প্যারাডক্সিক্যাল সাজিদ সম্ভবত সেই আগ্রহ আর বাসনার এক যৌথ সন্মলিন। সাজিদ সিরিজে আমার আলোকপাতের বিষয়গুলো অনেক বেশি কাঠখোট্টা সেই কাঠখোট্টা বিষয়বস্তুকে গল্পাকারে উপস্থাপনের ভুতুড়ে চিন্তা নেহাত গল্প- পাগল না হলে কি সম্ভব হতো?
খুব সুন্দর একটি বই আরিফ আজাদ এর ।
প্রচলিত আছে সাহিত্য হলো সমাজের দর্পণ। একটা সমাজ কিভাবে পরিচালিত হচ্ছে, সেই সমাজের মানুষগুলো কী ভাবছে, কিভাবে ভাবছে, সেই সমাজের তরুণেরা কোন পথে আছে, জোয়ানরা কিভাবে দিন পার করছে, বৃদ্ধরা কীভাবে ছিলো, সভ্যতা বিনির্মাণে সেই সমাজের অবদান কতোখানি সাহিত্যের মাঝে এসব কিছুরই দেখা মেলে, কারণ, সাহিত্য ধারণা করে সময়কে আর সাহিত্যিকেরা সময়কে বন্দী করে যান কাগজের প্রেমে। বলা বাহুল্য,. বাংলা সাহিত্য হিসেবে আমরা যা পড়ি বা পড়ে এসেছি, তাতে যদিও বা সময়ের একটা চিত্র ফুটে ।
আরও দেখুনঃ সাহাবায়ে কেরামের গল্প pdf বই ডাউনলোড
উঠেছে, কিন্তু নিদারুণভাবে যা অনুপস্থিত থেকে গেছে তা হলো এদেশের শতকরা নব্বই ভাব মানুষের জীবনাচার। আমাদের দেশের অধিকাংশ মানুষ যে ধর্মমতে বিশ্বাসী, যে ধর্মবিশ্বাস এখানে বহুযুগ ধরে শেকড় গেছে আছে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সেই জীবনাচার, সেই বিশ্বাসের বিষয়বস্তু আমাদের বাংলা সাহিত্যসমাজে স্থান পায়নি। সাহিত্য কল্পানির্ভর, কিন্তু কল্পনার সূত্রপাত হয় বাস্তবতা থেকে। চারপাশের মানুষের জীবনাচার, জীবনপদ্ধতিই হলো সাহিত্যের মূল নিয়ামক। কিন্তু অবিশ্বাস্যভাবে লক্ষ্যণীয় যে, আমাদের সাহিত্যসমাজে আমাদের চারপাশের সেই জীবনাচার, সেই জীবনপদ্ধতি অনেকাংশেই ব্রাত্য।
মানুষকে প্রেম-ভালোবাসা শেখাতে ব্যস্ত থাকা আমাদের সাহিত্যিক সমাজ কোনদিন এই জীবনাচার এই জীবনপদ্ধতির ভেতরে ঢুকে দুকলম লিখবার তাড়না কেন যে অনুভব করেন নাম সেটাই বড় আশ্চর্যর। আরেকটা ব্যামের কথা বলি এদেশে মোটা গাদে যাদের আমরা সাহিত্যিক বলে চিনি, তাদের কাছে ইসলামি জীবনাচর সমৃদ্ধ যে সাহিত্য, সেই সাহিত্য কখনো বাংলা সাহিত্য নয়, সেটাকে তারা বলেন ইসলামি সাহিত্য। কেবল ইসলামি অনুষঙ্গ, ইসলামি জীবনব্যবস্থাকে সাহিত্যে ফুটিয়ে তুলতে গেলেই সেই সাহিত্যকে তারা ধরে- বেধেঁ বাংলা সাহিত্যের গন্ডি থেকে করে করে দিচ্ছেন।
আরও দেখুনঃ অর্থনৈতিক সমস্যার ইসলামি সমাধান pdf বই ডাউনলোড
নিচে জীবন যেখানে যেমন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সমকালীন প্রকাশন বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 59.6 MB প্রকাশ সালঃ ২০২১ বইয়ের লেখকঃ আরিফ আজাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।