জুবদাতুল আরেফীন ওজিফাতুছ ছালেকীন pdf বই ডাউনলোড। কুদওয়াতুছ ছালেকীন, জুবদাতুল আরেফীন, | কুতুবুল ইরশাদ, পীরে কামেল, আলহাজ্ব শাহসূফী | প্রফেসর আল্লামা হযরত মাওলানা আব্দুল খালেক (রহঃ) এবং ফুরফুরা সিলসিলার সকল পীর |
মাশায়েখগণ ছিলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের (সুন্নী) অনুসারী, আমি ও উক্ত জামাতের অনুসারী তাই সিলসিলার সবাইকে উক্ত জামাতের অনুসরণ করার জন্য আহ্বান জানাই । আমাদের প্রাণের রাসূল নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ঈমানের মূল ভিত্তি। রাসুলুল্লাহ | সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে
পরিপূর্ণ ভাবে মানার নামই ঈমান। রাসুলুল্লাহ | সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্বন্ধে পরিপূর্ণ ভাবে জানতে হলে সাইয়েদুল মুরসালীন ১ম, ২য় ও ৩য় খন্ড (সৃষ্টি রহস্য) এবং তরিকতের ছবক, | আমলী জিন্দেগী কায়েম ও নসিহত গ্রহণের জন্য ছেরাজুছ ছালেকীন, মুনাব্বেহাত কিতাব গুলি নিয়মিত পাঠের জন্য সকল ছালেকদের প্রতি আহ্বান জানাই ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
উল্লেখিত কিতাবগুলির সার সংক্ষেপ হিসাবে অল্প | সময়ে পড়ে পাঠকগণ যেন আল্লাহ ও রাসূলের মহব্বত হাছেল করতে পারেন এবং যাহাতে | মুসলমান সাধারণের জন্য ঈমানের দৃঢ়তায় আখেরাতের জন্য দুনিয়ার পথ সুগম হয় এই লক্ষ্যে | আমি অধম-নাচীয জুবদাতুল আরেফীন ওজিফাতুছ | ছালেকীন ক্ষুদ্র কিতাব খানা মুসলমান সমাজের খেদমতে পেশ করলাম ।
এই কিতাব খানি প্রথম প্রকাশের পর হতেই পরম করুণাময় আল্লাহ তায়ালার ফজল | রহমতে হাজার হাজার কপি অল্প কয়েকদিনের মধ্যে | | সারা দেশে ছালেকদের ঘরে ঘরে সবিশেষ আদর লাভ করিয়াছে । বর্তমান প্রেক্ষাপটে ছালেকীনদের কথা চিন্তা করে দ্বিতীয় সংস্করণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আক্বায়েদও আমল| সমূহ কোরআন, হাদীছ, ইজমা, কিয়াস, সাইয়েদুল মুরসালীন ১ম, ২য়, ৩য় খন্ড (সৃষ্টি রহস্য) ও |
ছেরাজুছ ছালেকীন থেকে সংকলন করা হল । আমি পরম করুণাময় আল্লাহ্ তায়ালার নিকট দোয়া | করিতেছি যেন তিনি আপন ফজল রহমতে আমার এই ক্ষুদ্র কিতাব খানিকে কবুল করেন এবং তাহাতে কোন প্রকার অনিচ্ছাকৃত দোষ ত্রুটি হলে তিনি যেন | আমাকে ক্ষমা করেন । আমার আব্বাহুজুর কুতুবুল ইরশাদ
| আল্লামা মাওলানা আব্দুল খালেক (রহঃ) বলতেন, ছতুরা দরবার শরীফের কিতাব সমূহ যার ঘরে আছে, আমি আব্দুল খালেক (রুহানী ভাবে) তার ঘরে আছি। অতএব একথা দ্বারা সহজে বুঝা যায় যে, উক্ত কিতাব সমূহের (পাঠকের) সাথে কুতুবুল | ইরশাদের রুহানী সম্পর্ক রয়েছে।
নিচে জুবদাতুল আরেফীন ওজিফাতুছ ছালেকীন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বাংলা কিতাব বই |
বইয়ের সাইজঃ | 20 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |