জুমুআ ফযীলত ও বিধি বিধান pdf বই ডাউনলোড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে জুমুআর দিন সেরা দিন ও আল্লাহর নিকট সর্বোত্তম দিন। আল্লাহর নিকট তা ঈদুল আযহা ও ঈদুল ফিতরের দিনের চেয়েও উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে সকল দিনে সুর্য উদিত হয়েছে তন্মধ্যে হলো জুমুআর দিন। সেই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং সেই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং সেই দিনেই জান্নাত থেকে তাকে বের করা হয়েছে।
যদি ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা জুমুআর দিনে হয় তাহলে সেই দিনে দুই ঈদ একত্রে হবে। যে ব্যক্তি সেই দিন ঈদের সালাত আদায় করবে তার ওপর জুমুআর সালাত ফরয না। সে ইচ্ছা করলে জুমুআর সালাতে আসতেও পারে, নাও আসতে পারে যোহর আদায় করবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলামে দাস বিধি pdf বই ডাউনলোড
- কুকুর সম্পর্কিত বিধি বিধান pdf বই ডাউনলোড
- রমযানের ফযীলত গুনাহ মাফের মাস pdf বই
- ঈদুল ফিতর ও যাকাতুল ফিতর pdf বই ডাউনলোড
ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি যখন এ আয়াতটি তেলাওয়াত করেন: আজকের দিনে আামি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপুর্ণ করলাম ও তোমাদের ওপর আমার নিআমতকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দীন হিসাবে প্রদান করে সন্তুষ্ট হলাম। (সূরা আল-মায়েদা, আয়াত: ৩) তখন তার নিকট একজন ইয়াহূদী ছিল।
সে বলল, যদি আয়াতটি আমাদের ওপর নাযিল হত তাহলে আমরা সেই দিনটিকে ঈদের দিন বানিয়ে নিতাম। অতঃপর ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, আয়াতটি ঈদের দিনেই নাযিল হয়েছে আর তা ছিল জুমুআর দিনও আরাফার দিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুমআ থেকে অপর জুমুআ এতদুভয়ের মাঝের গুনাহের জন্য কাফ্ফারা হয়ে যায়, যদি কবীরা গুনাহের সাথে সম্পৃক্ত না হয়ে থাকে। জুমুআর সালাতে যাত্রাকারীর প্রত্যেক ধাপে এক বছরের সালাত ও সাওম পালনের ছওয়াব হয়: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমুআর দিন ভালো করে গোসল করে সকাল সকাল মসজিদে আসবে এবং ইমামের নিকটবর্তী হবে।
এবং মনোযোগ দিয়ে খুৎবা শ্রবণ করবে ও চুপ থাকবে তার জুমুআর সালাতে আসার প্রত্যেক পদক্ষেপে এক বছরের সালাত ও সাওম পালনের ছওয়াব হবে। জুমুআর দিনে একটি সময় আছে যে সময়ে দোআ কবুল হয় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জুমুআর দিনে এমন একটি সময় আছে যে সময়ে কোনো মুসলিম আল্লাহর নিকট কোনো ভালো জিনিসের প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন। তিনি বলেন: আর তা সামান্য সময় মাত্র। অধিকাংশ আলেমের মতে, দোআ কবুলের সম্ভবনার সেই সময়টি হলো আসরের সালাতের পরের সময়।
নিচে জুমুআ ফযীলত ও বিধি বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সালাত সম্পর্কিত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.46 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ আবদুল আযীয ইবন আহমাদ আল-উমাইর |
অনুবাদঃ | উমর ফারূক আব্দুল্লাহ |