সূফিবাদ
সূফিবাদ pdf বই ডাউনলোড। সুফিবাদ ইসলামে বিশ্বে প্রসার লাভ করেছে । আর মানুষেরা ইহার সাহায্যকারী কিংবা প্রতিরোধকারী দু’দলে বিভক্ত হয়ে পড়েছে । কাজেই মুসলিম কিভাবে হক চিনবে ? সে কি সুফীদের সাহায্যকারী দলের অন্তর্ভুক্ত হবে এবং তাদের সাথেই চলবে?।
না কি সে সুফীদের প্রতিরোধকারীদের একজন হবে এবং তাদেরকে বর্জন করে চলবে ?অবশ্যই কিতাব ও সহীহ সুন্নাহর দিকে ফিরে যেতে হবে , যাতে তদ্বিষয়ে সঠিক তথ্য অবগত হওয়া যায় ।
আরও দেখুনঃ ডাঃ জাকির নায়েক লেকচার সমগ্র pdf বই ডাউনলোড
এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেনঃ “অতঃপর যদি তোমরা কোন বিষয়ে দ্বন্দ্বে পতিত হও , তা হলে ইহা আল্লাহ ও রাসুলের দিকে প্রত্যাবর্তন কর । (সূরা – নিসা আয়াত ৫৯ ) রাসূল ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) তার সাহাবা , তাবেঈ ও তাবে – তাবেঈনদের যুগে ইসলাম সুফীদের নাম ও জানত না । অতঃপর একদল সাধক শ্রেণীর আবির্ভাব ঘটল । আর তারা পশমী কাপর পরিধান করল ।
কুরআন ও সুন্নাহের মানদন্ডে সূফিবাদ।
তখন থেকে তাদের উপর এই নামে আখ্যা পেল । কেউ কেউ বলেন , সুফি কথাটি সুফিয়া শব্দ হতে গৃহীত । যার অর্থ ঃ হিকমত বা কৌশল । যখন ইউনানী দর্শণ শাস্ত্রাবলরি অনুবাদ হয় ( তখন থেকে এই শব্দের প্রয়োগ হয় ) । সুফীদের কেউ (১) আস সৌফ থেকে সুফি শব্দটির উৎপত্তি । আর সৌফ বলা হয় পশমী কাপরকে ।
আরও দেখুনঃ নামাজের সময় সুচী pdf বই ডাউনলোড
হিন্দুদের যুগে – সন্যাসীর ন্যায় মুসলিমদের এক শ্রেণী এই ধরনের সৌফ বা পশমী কাপর পরে নিজেদের সাধু হিসেবে পরিচয় দিতে লাগে । তখন থেকেই ইসলাম বিকৃতকারী এই ধরনের সন্যাসীদেরকে সূফি হিসেবে চিন্হিত করা হয় । বর্তমানে ইহা একটি নির্দিষ্ট ধমীয় আক্বিদায় পরিণত হয়েছে ।
কেউ এ ধারণা করে থাকেন যে , ইহা আস সফায়ি শব্দ হতে চয়ণকৃত ; কিন্তু প্রকৃতপক্ষে তা নয় । কেননা আস সফায়ি শব্দের প্রতি সম্বন্ধ করলে সফাঈ হয় সুফি হয় না । আল্লাহ ইরশাদ ফরমান ঃ “আর তিনি তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন (আত্নার শুদ্ধি ঘটাবেন ) । (সুরা বাক্বারা আয়াত -১২৯ ) কাজেই এই নতুন নামের প্রকাশ মুসলিমদের মাঝে একটি ফেরক (ফেতনা মাত্র) ।
আরও দেখুনঃ নামাযে কিভাবে মনোযোগী হবেন pdf বই ডাউনলোড
নিচে সূফিবাদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক শিক্ষা ফাউন্ডেশন বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 3.86 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ জামীল যাইনূ অনুবাদঃ মোহাম্মাদ হারূন হোসাইনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ