জ্বিহা যখন জাহান্নামে নিয়ে যাবে pdf বই ডাউনলোড। আমরা এমন এক এলাকায় বসবাস করি যেখানকার অধিকাংশ মানুষ নরখাদক! আমরা রাস্তায়, অফিস আদালতে, ঘরে বাইরে লোকদের মৃত ব্যক্তিদের মাংস খেতে দেখেছি। মহিলারা পর্যন্ত এত নরমাংস খায় যে তাদের দাতেঁর ফাকেঁ তা লেগে থাকে। অবিশ্বাস্য মনে হচ্ছে? তবে উদ্ধৃতি দিচ্ছি বিশ্বজগতের প্রতিপালক।
বিচার দিনের মালিক আল্লাহ সুবহানাহুওয়াতাআলার পবিত্র গ্রন্থ কুরআন থেকে-তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে, যে তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? তোমরা নিজেরাই এটাকে ঘৃণা করবে। তোমরা আল্লাহকে ভয় করো; আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। (সুরা হুজুরাত:১২)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ১৫তম খন্ড pdf বই ডাউনলোড
- খলিফা আবু বকর সিদ্দীক (রা.) জিবনী pdf বই ডাউনলোড
- জাহান্নামের বর্ণনা pdf বই ডাউনলোড
- ইসলাম বিরোধীদের জবাব ১ম খন্ড pdf বই ডাউনলোড
- ইমাম মুসলিম র. pdf বই ডাউনলোড
রাসূলুল্লাহ সা. তারঁ বিদায় হাজ্জের কুরবানীর দিন মিনায় তারঁ বক্তিতায় বলেন, তোমাদের পরস্পরের রক্ত বা জীবন, ধন সম্পদ ও মান-ইজ্জত পরস্পরের প্রতি হারাম ও সম্মানযোগ্য,যেমনিভাবে আজকের এই দিন, এই মাস এবং এই শহর তোমাদের জন্য হারাম ও স সম্মানযোগ্য। আমি কি তোমাদের কাছে আল্লাহর বানী পৌঁছে দিয়েছি। ? (বুখারি ও মুসলিম)। মুসলিমদের কখনই ভ্রাতৃত্ব নষ্ট হয় এমন কোন কথা বলা উচিত নয়। কুরআনে আল্লাহ বলছেন- তোমরা নিজেদের আহত, ক্ষত কর না।
নিজেদের কেউ ইচ্ছাকৃতভাবে আহত করতে পারে? আল্লাহর এই বাণী দিয়ে বোঝানো হয়েছে গোটা মুসলিম সমাজ একটা অখন্ড সত্তা। একজন যদি তার ভাইকে আহত করে তবে সে আসলে নিজেকেই আহত ও ক্ষতবিক্ষত করে। মুসলিম ভাইয়ের সম্মান রক্ষার্থে ইসলামের স্বর্ণযুগের মনীষীরা কতটুকু সতর্কতা অবলম্বন করতেন তা একটি উদারহণ দিলেই বুঝতে পারা যাবে।
ইমাম আহমদ র. উকবার রা. কেরানী দুজায়ন র. থেকে বর্ণনা করেছে যে, দুজায়ন র. একদিন উকবাকে রা. বললেন তার কিছু প্রতিবেশী মদ পান করে, তিনি তাদের পুলিশে ধরিয়ে দিতে চান। তিনি উকবার রা. মতামত চাইলেন। উকবা রা. বললেন, না তা কোরনা। তাদের উপদেশ দাও ও ভীতি প্রদর্শন কর। তিনি তাই করলেন কিন্তু কোন ফল হলো না।
এবার দুজায়ন র. এসে বললেন, আমি তাদের নিষেধ করেছি, কিন্তু তারা বিরত হয়নি। আমি তাদের পুলিশে দিব। উকবা রা. বললেন, কপাল পোড়া! এরকম কোরনা। আমি রসূলুল্লাহকে সা. বলতে শুনেছি, যে একজন মুমিনের দোষ রাখল, সে যেন জীবন্ত প্রোথিত একটি কন্যাকে করব থেকে তুলে জীবন্ত করল। এইটুকু থেকে আমরা পাঠক গন অনেক কিছু বুঝতে পেরেছি এবং জ্ঞান অর্জন করতে পেরেছি। যদি আর এমন জানতে ও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে জ্বিহা যখন জাহান্নামে নিয়ে যাবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.66 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |