টিপু সুলতানের তরবারি pdf বই ডাউনলোড। এটাকে বলা হত যুগল পশ্চাৎ-অপসরণের রাত্রি। নিশুতি রাত্রে-প্রায় একই সময়ে-যে দুটি বিরোধী সেনাবাহিনী কিছুদিন থেকে পরস্পরের মুখোমুখি দাড়িয়ে ছিল তারা বিপরীত মুখে দ্রুত উঠে যেতে আরম্ভ করল। উত্তর দিকে পলায়ন করতে আরম্ভ করল ব্রিটিশ বাহিনী। এর অধিনায়ক কর্ণেল হাম্বারস্টোন স্থিরনিশ্চয় হয়ে গিয়েছিলেন যে, শত্রুপক্ষের আক্রমণ আসন্ন এবং সফলতার সঙ্গে তা প্রতিরোধ করা অসম্ভব।
তারঁ সেনাবাহিনীর শেষ ইউনিট যখন সরে এসেছে তখন কর্নেল বেশ দুঃখের সঙ্গেই হিসেব করতে লাগলেন গোপনে ও দ্রুতগতিতে পালিয়ে আসবার জন্যে কী পরিমাণ ভারি বন্দুক ও গাড়িবোঝাই মালপত্র ফেলে আসতে হয়েছে।
আরও দেখুনঃ জননীদের জীবনকথা pdf বই ডাউনলোড
কামান-বন্দুকের জন্যে তারঁ তেমন দুঃখ হল না, এসব জিনিস আবার নতুন করে যোগাড় করা যায়, এবং এতে ব্যক্তিগত লোকসানও কিছু নেই। তারঁ এবং তারঁ সেনাবাহিনী দ্বারা যে পরিমাণ ধনসম্পদ লুণ্ঠিত হয়েছিল তাও যে বাধ্য হয়ে ফেলে আসতে হল-এই ব্যাপারটা তাকেঁ বিশেষ ব্যথিত করল। তবুও কিছুটা সান্ত্বনা তারঁ ছিল, তারঁ ট্রাউজারের পিছনের পকেটে অনেকগুলি হীরাখন্ড তখনও আছে।
এবং তারঁ ঘোড়ার জিন থেকে ঝুলছে স্বর্ণমুদ্রা বোঝাই থলে। মনে-মনে তিনি হিসেব করে দেখলেন-এর পরিমাণ হবে তারঁ একশত বর্ষের বেতনের তুল্য। তিনি চিন্তা করলেন নেহাত মন্দ না তো। তিনি আবার ফিরে তাকালেন সোনা-রূপোর কারুকাজ করা সিল্কের বস্ত্রাদির প্রতি।
আরও দেখুনঃ চলমান সংকট নিরসন pdf বই ডাউনলোড
যা নাকি পর্বতপ্রমাণ হয়ে পড়ে আছে, চর্মের স্বর্ণের রৌপ্যের পাত্রাদির প্রতি ফিরে তাকালেন তিনি, সবই ফেলে আসতে হয়েছে তাকেঁ, শত্রুবাহিনীর যারা পূর্ণলুন্ঠনের জন্যে। তিনি তারঁ বাহিনীর গতিবিধি শত্রু পক্ষের দৃষ্টি থেকে আড়াল করার প্রয়োজনীয়তাই কেবল নস্যাৎ করে দিলেন না।
তারঁ নিজেরই যে ইউনিট অগ্রবর্তী এলাকায় পাহাড়ের নীচু অংশে মোতায়েন আছে তাদের দৃষ্টির আড়ালও করতে চাইলেন না। পাহাড়ের নীচু অংশে তার যে ইউনিট ছিল তা সবই ভারতীয় সেনা দিয়ে গঠিত, এক মাত্র ব্যত্রিক্রম হচ্ছে এর কমান্ডিং অফিসার, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জনস্টোন।
আরও দেখুনঃ চলমান সংকট নিরসন pdf বই ডাউনলোড
নিচে টিপু সুলতানের তরবারি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ এম.সি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 26.1 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ভগমান এস গিদওয়ানি অনুবাদঃ সুশীল রায়ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ