ড. মুক্তাদা হাসান আযহারী pdf বই ডাউনলোড। ড. মুক্তাদা হাসান আযহারী ভারতের একজন খ্যাতিমান আহলেহাদীছ আলেম, লেখক, গবেষক এবং জামে আ সালাফিয়ার সাবেক রেক্টর। ইমাম মুহাম্মাদ বিন সঊদ ইসলামিক ইউনির্ভার্সিটির অধ্যাপক ড. আব্দুর রহমান ফিরিওয়াঈ বলেন, তিনি গ্রন্থ রচনা অনুবাদ, সাংবাদিকতা, পাঠদান, জামেআ সালাফিয়ার প্রশাসন ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহের তদারকি প্রভৃতি কর্মতৎপরতার মাধ্যমে জ্ঞান জগতের একজন খ্যাতিমান আলেম।
ড. মুক্তাদা হাসান আযহারী ১৯৩৯ সালের ৮ আগষ্ট ভারতের উত্তর প্রদেশের আযমগড় যেলার অন্তর্গত মৌনাথভঞ্জন নামক স্থানে এক মধ্যবিত্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তারঁ পিতার নাম মুহাম্মাদ ইয়াসীন। স্থানীয় দারুল উলুম মাদরাসায় কুরআন মাজীদ পাঠের মাধ্যমে তারঁ শিক্ষার হাতে খড়ি হয়।
আরও দেখুনঃ মুহাম্মাদ বিন ছালেহ আলে উছাইমীন রহঃ জীবনী pdf ডাউনলোড
এখানে তিনি কুরআন মাজীদ হিফয মুখস্ত করেন এবং তাজবীদ শিক্ষা লাভ করেন। অতঃপর মৌ-এর জামেআ আলিয়া আরাবিয়া তে ৪র্থ শ্রেণী পর্যন্ত আরবী ও ফার্সি শিক্ষা অর্জন করেন। এরপর জামেআ ইসলামিয়া ফয়যে আম মাদরাসায় ভর্তি হয়ে তাফসীর, হাদীছ, ফিকহ, আরবী ভাষা ও সাহিত্য প্রভৃতি বিষয় অধ্যয়ন করেন। এখানে দাওরায়ে হাদীছ পর্যন্ত পড়ার ব্যবস্থা থাকলেও ড. আযহারী ছানুবিয়াহ মাধ্যমিক পর্যন্ত পড়েন।
তিনি অনেক শিক্ষা অধ্যায়ন করেছেন।
অতঃপর জামেআ আছারিয়া দারুল হাদীছ মাদরাসায় ভর্তি হয়ে পড়াশুনা শেষ করে সনদ লাভ করেন। এখানে তিনি যেসব শিক্ষকের কাছে অধ্যয়ন করেন তাদের মধ্যে প্রখ্যাত সাহিত্যিক আব্দুল্লাহ আশ-শায়িক মৃঃ ১৩৯৪ হিঃ/১৯৭৪ খৃঃ-এর নাম সবিশেষ উল্লেখযোগ্য। এভাবে মৌ-এ অবস্থিত তিনটি মাদরাসায় খ্যাতিমান শিক্ষকদের কাছে শিক্ষালাভ করে তারঁ জ্ঞানপিপাসা নিবৃত্ত করেন।
আরও দেখুনঃ আযীমুদ্দীন আল আযহারী জিবনী pdf বই ডাউনলোড
জামে আ আছারিয়া দারুল হাদীছ-িএর পড়াশুনার সময় তিনি ইউ,পি বোর্ড থেকে প্রথম বিভাগে মৌলভী ও আলিম এবং দ্বিতীয় বিভাগে ফাযিল পাশ করেন। ভারতে পড়াশুনা শেষ করে ড. আযহারী উচ্ছশিক্ষা লাভের উদগ্র অনিঃশেষ বাসনায় ১৯৬৩ সারে এম. এ পাশ করেন। অতঃপর তিনি নওয়াব ছিদ্দীক হাসান কনৌজী ভূপালী: জীবন ও অবদান.. বিষয়ে পিএইচ,ডি ডিগ্রী লাভের জন্য রেজিস্ট্রেশন করেন। কিন্তু অভিসন্দর্ভের কাজ সমাপ্ত করার পূর্বেই ভারতে ফিরে আসেন।
কায়রো রেডিওর উর্দূ বিভাগে চাকরি: আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি কায়রো রেডিওর উর্দূ বিভাগের অনুবাদক ও গোষক হিসাবে ২ বছর চাকরি করেন।
জামেআ সালাফিয়ায় শিক্ষকতা: ১৯৬৭ সালে মিসর থেকে ভারতে প্রত্যাবর্তন করে ১৯৬৮ সালে বেনারসের জামেআ সালাফিয়ায় আরবী ভাষা ও সাহিত্যের শিক্ষক নিযুক্ত হন। ১৯৮৭ সালে তিনি এখানকার রেক্টর নিযুক্ত হন এবং আমৃত্যু খেদমত আঞ্জাম দেন। আর জানতে বইটি ডাউনলোড করতে পারেন।
আরও দেখুনঃ আইনুদ্দীন আল আজাদ রহঃ pdf বই ডাউনলোড
নিচে ড. মুক্তাদা হাসান আযহারী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now