তওবাকারী যুবক pdf বই ডাউনলোড। এবার স্বপ্নে নিজেকে সে পৌরাণিক কাহিনির রাজা হিসেবে দেখতে পায়। স্বর্ণ, মণি-মুক্তা ও হিরা-জহরত খচিত সিংহাসনে হেলান দিয়ে সে বসে আছে । দাস-দাসীদের একদল এলোকেশী চুলে, উন্মুক্ত বক্ষে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। তারা তার উপর গোলাপ ছিটিয়ে দিচ্ছে, মিশক-আম্বরের ঘ্রাণ লাগিয়ে তাকে সুবাসিত করছে। তার সামনে একদল গায়ক-গায়িকা নৃত্য করছে। তার পাশে বসে আছে এক অনিন্দ সুন্দরী যুবতী, যার মাঝে পৃথিবীর সব সৌন্দর্যের সমাহার আল্লাহ ঘটিয়েছেন।
অনেক ইচ্ছা সত্ত্বেও মেয়েটির বিরোধিতা করে তার ঠোঁটে চুম্বন একে দেওয়া থেকে সে বিরত থাকতে পারছে না। রজব আফেন্দি অনুভব করে মেয়েটি নিজ থেকেই তাকে আকর্ষণ করার চেষ্টা করছে। তার মনে হতে থাকে সে যা স্বপ্নে দেখছে তা বাস্তব। রঙিন স্বপ্ন তাকে এমন বেভুর করে রাখে, তার মনে হয় এটা যেন তার বাস্তব জীবনেই ঘটে যাচ্ছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইমাম আবু হানিফা ও হাদিসশাস্ত্র pdf বই ডাউনলোড
- যঈফও জাল হাদিস ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- খলিফা আবু বকর সিদ্দীক (রা.) জিবনী pdf বই ডাউনলোড
সে দেখতে পায় মেয়েটি তার বিছানায় এগিয়ে এসে তাকে বাহুডোরে আবদ্ধ করে নিচ্ছে। এতে সে নিজে থেকেই গুটিয়ে যায় এবং নিজের দৃষ্টিতে নিজেকে খুবই তুচ্ছ ভাবতে শুরু করে। সে ভাবে আমি এসব কী করছি? এটাই কি আমার চারিত্রিক পবিত্রতা ও নিষ্কলুষতা… !? এতো কিছুর পর এখন আমি কী করবো…? অন্যদিনের মতো একই সময়ে স্বাভাবিকভাবেই ঘুমটা ভেঙ্গে যায় রজব আফেন্দির।
রাত আর কতটুকু আছে তা দেখার জন্য দেয়ালে লটকানো ঘড়ির দিকে তাকায় সে। কিন্তু নিষ্প্রভ বাতির আলোয় সেখানে সে কোনো ঘড়ি দেখতে পায় না, বরং এক নগ্ন মেয়ের ছবি দেখতে পায়। গাঢ় অন্ধকারে সেই নারী মূর্তিটিকে নিঃসঙ্গ ও বীভৎস দেখায়। সে ভালোভাবে নারীটির দিকে তাকায়, সারা ঘরে চোখ ফিরিয়ে দেখে। কিন্তু মেয়েটিকে তার কাছে অচেনা মনে হয়। তাকে কখনো দেখেছে বলে মনে পড়ে না।
একটু পরই মেয়েটিকে সে তারই পাশে খাটে শোয়া দেখতে পায়। যে তার ঠোঁটে জোর করে চুমু খাচ্ছে এবং তাকে জড়িয়ে ধরেছে। মেয়েটির মুখের লালা ও ঘাম তার মুখের লালা আর ঘামের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। জেগে উঠার পর এসব দেখে সে আউযু বিল্লাহ পাঠ করে । বালিশে মাথাটা ডুবিয়ে দিয়ে অস্পষ্টভাবে কিছু ভাবতে থাকে। আর ভাবনার মাঝেই সে আবার ঘুমিয়ে পড়ে।
নিচে তওবাকারী যুবক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | তওবা বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 10.25 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | শায়খ আলী তানতাবী রহ. |
বইয়ের অনুবাদকঃ |