তাওহিদের মুল নীতিমালা
তাওহিদের মুল নীতিমালা pdf বই ডাউনলোড। তাওহীদ হচ্ছে স্রষ্টার একত্ব। ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি প্রকৃতপক্ষে এ তাওহীদের উপরই প্রতিষ্ঠিত। মানবজাতিকে যেহেতু সৃষ্টি করা হয়েছে আল্লাহর প্রতিনিধি হিসেবে তাই প্রথম মানুষ আদম আঃ থেকে এ পৃথিবীতে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বাস্তবায়ন করতে নির্দেশ প্রদাণ করা হয়েছে।
শয়তান হচ্ছে মানুষের চিরন্তন ও প্রদাণ শত্রু। সে প্রতিজ্ঞা করেছে যে, আল্লাহর নির্দেশিত সরল পথ থেকে মানুষকে বিচ্যুত করতে সে আমরণ চেষ্টা চালিয়ে যাবে। তাই পৌত্তলিকতা বা নাস্তিক্যবাদ যদি কোন আকর্ষন সৃষ্টি করতে ব্যর্থতায় পর্যবসিত হয়।
আরও দেখুনঃ কুরআনে নৈতিক মূল্যবোধ pdf বই ডাউনলোড
তবে শয়তান কঠোর পরিশ্রম করে মানুষকে নতুন নতুন প্রথা (বিদআত) বা ধর্মদ্বেষিতা জড়িয়ে ফেলতে। মূল ধর্মীয় বিশ্বাস তথা আকীদায় ধ্বংসাতক বিষয়সমূহের অনধিকার অনুপ্রবেশের দিকে ড. ফিলিন্স অত্যন্ত দক্ষতার সাথে সঠিক দিক নির্দেশনা প্রদান করেই ক্ষন্ত হন নি বরং তারঁ লিখিত এ বইটিতে তিনি তাওহীদের ধারণাকে স্বাভাবকি বা সচারাচরদৃষ্ট মান থেকে ভিন্ন নির্মল করে তুলেছেন।
তাওহীদ ইসলামের মূল ভিত্তি। এই ভিত্তির মৌল বাণী হচ্ছে, লা-ইলাহা ইল্লাল্লাহ । এ পবিত্র বাক্যের মাধ্যমেই আল্লাহর একত্বের আত্মপ্রকাশ ঘটে থাকে। এ প্রধান স্তম্ভটির উপরেই দায়িয়ে রয়েছে ইসলামের অন্য সকল বিধান।
আরও দেখুনঃ নামাজের ৫০০ মাসায়েল pdf বই ডাউনলোড
এর তাৎপর্য হল, আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই, যাবতীয় মুর্তি, প্রতীক, সাধু, সন্ত, জ্যোতিষী, পাদ্রী, সন্ন্যাসী, পুরোহিত ইত্যাদি সকল তাগুতি পূজা ও আনুগত্যকে অস্বীকার করা এবং নিরাকারবাদ, সাদৃশ্যবাদ, অংশীদার, সর্বব্যাপিতাবাদ,নাস্তিক্যবাদ, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, ত্রিত্ববাদ।
বহুত্ববাদ, জড়বাদ, নির্গুণবাদ প্রভৃতি ভ্রান্ত মতবাদকে পরিহার করে একমাত্র আল্লাহকেই ইলাহরূপে দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং আল্লাহ ও তার রাসুল সাঃ কর্তৃক প্রদত্ত শিক্ষানুসারে তাওহীদ সম্পর্কিত নিজের আক্বীদাকে নিস্কলুষ রাখা ।
আরও দেখুনঃ হাজার বছরের শয়তানের গল্প pdf বই ডাউনলোড
নিচে তাওহিদের মুল নীতিমালা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাওহীদ পাবলিকেশন্স বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 12.2 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ ড.আমীনাহ বিলাল ফিলিপস অনুবাদঃ ইঞ্জিঃ মুহাম্মাদ হাসানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ