তাওহীদের উপকারিতা pdf বই ডাউনলোড। আফ্রিকার কোন এক গ্রাম্য এলাকায় একজন ইহুদি পীরে কামেল সেজে বড় আল্লাখেল্লা টুপি-পাগড়ি পরে সবার প্রিয় হয়ে বসে। সে তাদের সব ব্যাপারে যা ইচ্ছা তাই নির্দেশ করে, আর মূর্খরা সবকিছুই মেনে চলতে থাকে। এমনকি নতুন বউকে বরকত ও লতিফা দেওয়ার নামে গ্রামে সর্বপ্রথম সেই উদ্বোধন করে দিতে।
এক পর্যায়ে এক যুবক তা স্ত্রীর উদ্বোধনের ঘটনা সহ্য না করতে পেরে তাকে হত্যা করে ফেলে। যার ফলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সকলে মিলে সে যুবককে হত্যা করে দেয়।
আরও দেখুনঃ এসো জান্নাতের পথে pdf বই
এরপর সকল নারীরা মূখ খুললে ভন্ড দরবেশের সকল ভেদ ফাঁস হয়ে যায় এবং তারা দরবেশকে ও হত্যা করে। এবার সকলে দুজনকে পাশাপাশি কবর দেয়। ঘটনা এখানেই শেষ নয় বরং এরচেয়ে জঘন্য হচ্ছে: সকলে মিলে ঐ যুবকের কবরে তওয়াফ আর ঐ ভন্ডর করবে গিয়ে কঙ্কর নিক্ষেপ করা আরম্ভ করে দেয়। ইহাই হলো তাওহীদ ও শিরকের জ্ঞান না থাকার পরিণাম।
তাওহীদ আল্লাহ তায়ালার পজিটিভ (Positive)তথা ইতিবাচক অধিকার। আর শিরক নেগেটিভ (Negative)তথা নেতিবাচক অধিকার । তাওহীদ প্রতিষ্ঠা অর্থ শিরক বর্জন আর শিরক বর্জন মানে তাওহীদ প্রতিষ্ঠা করা। বিদ্যুতের দুটি তার যদি নেগেটিভ হয়, তবে বাতি জ্বলবে না। অনুরূপ দুটি পজিটিভ হলেও জ্বলবে না।
আরও দেখুনঃ ইসলামের দৃষ্টিতে শিরক pdf বই
আবার পজিটিভ ও নেগেটিভ একসাথে মিলে গেলে বাতি না জ্বলে আগুন জ্বলবে। মুসলিম জাতি আজ নেগেটিভ (শিরক) ও পজিটিভ (তাওহীদ) এক সাথে মিলিয়ে দিয়েছে, যার ফলে দুনিয়াতে জ্বলছে এবং পরকালেও নিশ্চয় অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলবে।
আল্লাহ তায়ালা বলেন, আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি (সূরা যারিয়াত:৫৬)
একমাত্র আল্লাহ তায়ালার এবাদত তখনই হবে যখন তাওহীদ প্রতিষ্ঠা ও শিরক মুক্ত হবে।
তওরাত সম্পর্কে আল্লাহ তায়ালার বাণী: আমি সূসা কে নির্দেশনাবলীসহ প্রেরণ করেছিলাম যে, স্বজাতিকে অন্ধকার (শীরক ) থেকে আলোর তাওহীদ দিকে আনয়ন করে। (সূরা ইবরাহীম:৫)
আরও দেখুনঃ ইসলামী শরীয়তে দাড়ির পদমর্যাদা
নিচে তাওহীদের উপকারিতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 1.10 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ