তাকবিয়াতুল ঈমান
তাকবিয়াতুল ঈমান pdf বই ডাউনলোড। হে খোদা, তোমার হাজার শোকর, তুমি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছো, আমাদেরকে তোমার সত্য দীনের পথ-নির্দেশনা দান করেছো, সঠিক পথে পরিচালনা করেছো, তাওহীদের অনুসারী বানিয়েছো।
মহানবী সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানিয়েছো, দীনের প্রতি আকর্ষণ দিয়েছো এবং দীনদারদের প্রতি ভালবাসা দান করেছো। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে দোয়া, তোমার প্রিয় নবী সাঃ-উপর, তারঁ পরিবারের লোকজনদের ওপর, তারঁ সাহাবাদের ওপর এবং তার স্থলভিষিক্তদের ওপর তোমার রহমত ও শান্তির বারি বর্ষন করো।
আরও দেখুনঃ সিক্রেটস অব জায়োনিজম pdf বই ডাউনলোড
আমাদেরকেও তাদের সাথে অন্তর্ভুক্ত করো, ইসলামী জীবন যাপনের তাওফীক দান করো, ইসলামের ওপরেই আমাদের জীবনাবসান করো এবং ইসলামের অনুসারীদের নামের তালিকায় আমাদের নাম লিখে নাও। আমিন! সুম্মা আমিন। অতপর, মানুষ সবাই আল্লাহর বান্দা। বান্দার কাজে বন্দেগী বা দাসত্ব করা।
যে বান্দার বন্দেগী ফাকিঁ দেয় সে বান্দা নয়। বন্দেগী নির্ভর করে ঈমানের সংশোধনের ওপর । যার ঈমান ক্রুটি আছে তার বন্দেগী গ্রহণযোগ্য নয়। আর যার ঈমান পরিশুদ্ধ তার যৎসামান্য বন্দেগীও মূল্যবান। তাই ঈমান পরিশুদ্ধ করার চেষ্টা করার এবং সব জিনিসের চেয়ে ঈমানকে অগ্রাধিকার দান করা প্রত্যেক মুসলমানের জন্য ফরয।
আরও দেখুনঃ মুক্ত বাতাসের খোজেঁ pdf বই ডাউনলোড
বর্তমান যুগে মানুষ বিভিন্ন পথ অবলম্বন করে আছে। কেউ বাপ-দাদার রিতিনীতি অনুসরণ করছে। কেউ বুযর্গদের পন্থা-পদ্ধতিকে ভাল মনে করছে। কেউ আলেমদের নিজেদের কথাকে সনদ হিসেনে পেশ করছে এবং কেউ বিবেক-বুদ্ধিকে প্রয়োজ করছে এবং দ্বীনি ব্যাপারে বিবেক-বুদ্ধিকে কাজে লাগাচ্ছে। কুরআন ও
হাদীসকে মানদন্ড হিসেবে গ্রহণ করা হচ্ছে সর্বাপেক্ষা উত্তম পথ। শরয়ী বিষয়ে বিবেক-বুদ্ধি অনুসারে কাজ না করে এ দুটি উৎস (কুরআন ও হাদীস ) থেকে আত্মাকে পরিতৃপ্ত করতে হবে। বুযর্গদের যে কথা, আলেমদের যে মাসয়ালা এবং সামাজিকতার যে রীতিনীতি কুরআন ও হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ তা মেনে হবে।
আরও দেখুনঃ মা ও বাবা pdf বই ডাউনলোড
নিচে তাকবিয়াতুল ঈমান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আধুনিক প্রকাশনী বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 6.17 MB প্রকাশ সালঃ ২০০২ ইং বইয়ের লেখকঃ শাহ ইসমাঈল শহিদ রহঃ অনুবাদঃ মুহাম্মাদ মোজাম্মেল হকডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ