তাজা ঈমানের ডাক pdf বই ডাউনলোড। প্রিয় বন্ধুরা! এক হলো দ্বীন, আরেক হলো ঈমান! উভয়টির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কারণ, দ্বীন হলো এমন এক জীবন- ব্যবস্থার নাম, যার পয়গাম নিয়েই আগমন করেছেন সকল কালের সকল নবী! এবং এই দ্বীনেরই সর্বশেষ পয়গাম নিয়ে আগমন করেছিলেন হযরত মুহাম্মাদ সাঃ-! তারঁই মাধ্যমে মহান রাব্বুল আলামীন এই দ্বীনকে পরিপূর্ণ করেছেন।
ইরশাদ হয়েছে- আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম: তোমাদের প্রতি আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম আর মনোনিত করলাম তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে। (মাইদা)
আরও ইসলামিক বই দেখুনঃ
- তাজা ঈমানের ডাক pdf বই ডাউনলোড
- সত্যের ডাক pdf বই ডাউনলোড
- সেরা মুসলিম মনীষীদের জীবনি কথা pdf বই ডাউনলোড
- দাজ্জাল কি আসছে pdf বই ডাউনলোড
- ইসলাম একমাত্র পরিপূর্ণ দ্বীন pdf বই ডাউনলোড
দ্বীন পূর্ণতা লাভ করেছে এতে কোন সন্দেহ নেই। এখন আর তাতে কোনরূপ-হ্রাস-বৃদ্ধি, বিয়োজন-সংযোজনের সুযোগ নেই। যদি কেউ তাতে কিছু বাড়াতে-কমাতে চায় তাহলে সে মিথ্যাবাদী দাজ্জাল হিসেবে বিবেচিত হবে। কিন্তু এই দ্বীনের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা হলো ভিন্ন বিষয়। দ্বীন পূর্ণঙ্গতা লাভ করেছে- তাই এতে কম-বেশি করার সুযোগও নেই, সেই দাওয়াত দেয়ারও অবকাশ নেই। তবে এই দ্বীনের উন্নতি লাভের অবকাশ বিস্তর । আর এ কারণেই ঈমানের বৃদ্ধি, দৃঢ়তা ও সজীবতার দাওয়াত চলবে কিয়ামত পর্যন্ত।
এ এক অনিবার্য প্রয়োজন! দ্বীনের প্রতি স্বীয় ঈমান ও বিশ্বাসকে আরও মজবুত করতে হবে, আরও পোক্ত করতে হবে। দ্বীনকে গ্রহণ করতে হবে স্বীয় জীবন-দর্শন হিসেবে। জীবনের সকল কিছু উৎসর্গ করতে হবে ঐ দ্বীনের জন্য। পৃথিবীর কোন কিছুর বিনিময়েই বর্জন করা যাবে না এই দ্বীন, এই দর্শন, এই আদর্শ, বরং এই উম্মতের প্রতিটি সদস্যকে, প্রতিটি জাতি ও সম্প্রদায়কে এই দ্বনের প্রতি নতুনভাবে ঈমান আনতে হবে, নতুনভাবে উপলব্ধি করতে হবে এই দ্বীনের দাবি ও পয়গামকে
অভিজ্ঞতা ও দেখা সত্যের চেয়েও অধিক সত্য নবীর পয়গাম।
প্রিয়তম নবী সাঃ-এর নবুওয়াতের প্রভাত কালেও দ্বীনের কিছু কিছু বিষয় বিদ্যমান ছিল। কোথাও কোথাও নামায, হজ্জ ইত্যাকার ইবাদতের অস্তিত্ব ছিল। দ্বীনের অস্তিত্ব তখনো পরিপূর্ণরূপে বিলুপ্ত হয়নি। পুরাতন ধর্ম-চিন্তা, আসমানী দ্বীনের দর্শনের বিভিন্নরূপ তখনো নজরে পড়ত। কিন্তু যে জিনিসটা কোথাও পাওয়া যেত না সেটা হলো দ্বীনের শক্তি, আসমানী ধর্ম-বল। আশা করি এই বইটি আমাদের সবার উপকারে আসবে। যদি বইটি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে তাজা ঈমানের ডাক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 6.80 MB |
প্রকাশ সালঃ | সাল |
বইয়ের লেখকঃ | সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. |
অনুবাদকঃ | মুহাম্মাদ যাইনুল আবেদীন |