তানভির আহমেদের নির্বাচিতলেখা ১ম-খন্ড
তানভির আহমেদের নির্বাচিতলেখা ১ম-খন্ড pdf বই ডাউনলোড। ৬৩৭ খ্রিষ্টাব্দ। প্রথমবারের মত মুসলিমরা তাদের প্রথম কিবলাহ জয় করেছে। জাকঁজমকে ঠাসা জেরুজালেমবাসী অপেক্ষা করছে মুসলিম জাহানের খলিফার জন্য। চুক্তি হয়েছিল- জেরুজালেমের চাবি হস্তান্তর করা হবে, তবে কেবল মুসলিম জাহানের খলিফার কাছেই ।
উমার ইবনুল খাত্তাব (রাদিআল্লাহু আনহু) জেরুজালেম প্রবেশ করলেন..মলিন বেশে.চৌদ্দ তালিযুক্ত ভূষণে। মুসলিম বাহিনীর নেতৃত্বের দায়িত্বে ছিলেন সাহাবি আবু উবাইদা (রাদিআল্লাহ আনহু)।
আরও দেখুনঃ জাভেদ কায়সারের লেখাসমূহ pdf বই ডাউনলোড
সদ্য দখল করা জেরুজালেমের কাফির আর জাহিলদের কাছে মুসলিমদের নেতা সাধারণ বেশভূষায় আসার ফলে যদি মানহানি হয়! সেটা তো অসহ্য ব্যাপার হবে! তাই আবু উবাইদা উমার ইবনুল খাত্তাব তখন আবু উবাইদার বুক চাপড়ে স্মরণ করিয়ে দিলেন,।
নিশ্চয়ই আমার এক অপদস্ত জাতি ছিলাম; আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। আমরা যদি আল্লাহ আমাদের যা দিয়ে সম্মানিত করেছেন তা বাদে অন্য কোনোকিছুতে সম্মান খুঁজে বেড়াই, তবে আল্লাহ আমাদের পুনরায় অপদস্থ করবেন।
আরও দেখুনঃ গাজী নুরুল আহাদ রচনাসমগ্র pdf বই ডাউনলোড
এস্কেটোলজি হল শেষ জামানায় কী হবে তা নিয়ে ধর্মীয় বর্ণনা, ভবিষ্যদ্বাণী, চিন্তাধারা ইত্যাদি। আর ইহুদি এস্কেটোলজি খুব চটকদার। কীভাবে কোন বছর গুলো ওদের সুফল বয়ে আনবে, কীভাবে ওরা ধাপে ধাপে ইসরাঈল রাষ্ট্র পুনরুত্থান করবে, ওদের মাসীহ দাজ্জাল আসবার জন্য কেমন প্রস্তুতি নিয়ে থাকতে থাকবে,
কোন যার্বাই কী বললেন, কোন কোন বিষয়গুলো এখনও পর্যন্ত মিলে গিয়েছে এগুলো নিয়ে ব্যস্ত থাকা যেন স্বাভাবিকতায় পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে স্বীকৃতির ঘটনায় বিষয়টা আরও মুখোরোচকে হয়েছে।
আরও দেখুনঃ ইবনু মাজহারের কিছু লেখা pdf বই ডাউনলোড
অথচ ইসলামে কী বলা হল, আমরা নিজেদের দায়িত্ব কতটুকু পালন করেছি-তাতে কোনো ভ্রূক্ষেপ নেই। ইহুদিদের ভ্রান্ত, বিকৃত, বাতিল বিষয়াদি ইহুদিরা দাতেঁ দাতঁ চেপে আকড়েঁ ধরে আছে আর সে অনুযায়ী আমল করে যাচ্ছে;অথচ আমরা মুসলিমরা হক হয়েও
নিচে তানভির আহমেদের নির্বাচিতলেখা ১ম-খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 14.0 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ