তাফসীরে জালালাইন ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড। পবিত্র কুরআনের তাফসীর জানার ক্ষেত্রে আল্লামা জালালুদ্দীন সুয়ুতী ও জালালুদ্দীন মহল্লী র. প্রণীত তাফসীরে জালালাইন গ্রন্থটি একটি প্রাথমিক ও পূর্ণাঙ্গ বাহন। রচনাকাল থেকেই সকল ধারার মাদরাসা ও কুরআন গবেষণাকেন্দ্রে এ মূল্যবান তাফসীরটি সমভাবে সমাদৃত।
কারণ বাহ্যিক বিচারে এটি অতি সংক্ষিপ্ত তাফসীর হলেও পৃষ্ঠা অধ্যয়ন করে অতি কষ্টে যে তথ্যের খোঁজ পাওয়া যায়, তাফসীরে জালালাইনের আয়াতের ফাঁকে ফাঁকে স্থান পাওয়া এক-দই শব্দেই তা মিলে যায় যেন মহাসমুদ্রকে ক্ষুদ্র পেয়ালার ভরে দেওয়া হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তাফসীরে জালালাইন ২য় খন্ড pdf বই ডাউনলোড
- তাফসীরে জালালাইন ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- তাফসীরে জালালাইন প্রথম খন্ড pdf বই ডাউনলোড
- তাফসীরে সূরা তাওবা pdf বই ডাউনলোড
- তাফসীরে তাওযীহুল কুরআন pdf বই ডাউনলোড
একাধিক সম্ভাবনাময় ব্যাখ্যার মধ্যে সর্বাধিক বিশুদ্ধ ও প্রাধান্যপ্রাপ্ত ব্যাখ্যাটি কোনো প্রকার অনুসন্ধান ছাড়াই অনায়াসে পাওয়া যায়। তাফসীর গ্রন্থসমূহের ব্যপক অধ্যয়ন করলে এ সত্যটি সহজে অনুধাবন করা যাবে।ছাত্রজীবন-থেকেই তাফসীরে জালালাইনের প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল।
জামিয়া শারইয়্যাহ মালিবাগের খ্যাতিমান উস্তাদ, মুহাক্কিক আলেম মাওলানা আহমদ মায়মুন সাহেবের উৎসাহ -উদ্দীপনায় জালালাইনের সর্ববৃহৎ আরবি শরাহ আল্লামা সুলাইমান জামাল ওরফে হাশিয়াতুল জামাল মুতালার সুযোগ হয়েছিল । কিছুতেই একটি অপরটির বিকল্প হতে পারে না। দুটি ভিন্ন ভিন্ন বস্তু। কিতাব হল করতে হলে হাশিয়াতুল জামালের কোনো তুলনা হয় না।
ফারাগাতের কয়েক বছর পর আল্লাহ তাআলার মেহেরবানিতে বাংলাদেশের প্রাচীনতম দীনি শিক্ষাকেন্দ্র নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মাদরাসা দেওভোগে দরসী খেদমতের সুযোগ হয়। প্রথম বছরই আমার দায়িত্বে আসে সেই প্রিয় কিতাব তাফসীরে জালালাইনের প্রথম খন্ড। আরবি-উর্দু শরাহ ও নানা তাফসীর গ্রন্থের সাহায্যে এক বছর যথাসম্ভব শ্রম দিয়ে পড়ালাম।
পরের বছর চিন্তায় এলো সহায়ক গ্রন্থাবলি থেকে সংগৃহিত তথ্য-উপাত্তগুলো যদি সুবিন্যস্তভাবে সংকলন করে রাখা যায় তাহলে ভবিষ্যতে মুতালা করতে সহজ হবে। এ চিন্তা থেকেই প্রথমে উলূমুল কুরআন তথা কুরআন ও তাফসীর সংক্রান্ত একটি ভুমিকা তৈরি করি, যা মুকাদ্দামায়ে জালালাইন নামে ভিন্নভাবে ছাপা হয়। আশা করি উপকৃত হবেন। বইটি পড়ে। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে তাফসীরে জালালাইন ৬ষ্ঠ খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইসলামিয়া কুতুবখানা |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 35.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মাওলানা আব্দুল গাফফার শাহপুরি-গং |
অনুবাদকঃ |