তাযকিরাতুল আখেরাহ pdf বই ডাউনলোড। হযরত প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান সাহেব বাংলাদেশের অন্যতম দ্বীনী ব্যক্তিত্ব। ঈমান ও আমল, ইখলাস ও লিল্লাহিয়্যাত, বিনয় ও নম্রতা, যুহদ ও তাকওয়া ইত্যাদি আত্মিক গুণাবলী তাকে উলামায়ে কেরামের প্রিয় ও সম্মানিত ব্যক্তিরূপে প্রতিষ্ঠিত করেছে। তার এই পর্যায়ে উন্নীত হওয়ার ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশী কাজ করেছে।
তাহলো, আল্লাহওয়ালা বুযুর্গদের সোহবত। হযরত প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান ১৯ই ডিসেম্বর ১৯৩৮ সালে মুন্সিগঞ্জের নায়াগাঁও গ্রামে জন্মগ্রহন করেন। শৈশব থেকেই তার শ্রদ্ধেয় পিতা মুরহুম ইয়াসিন সাহেব তাকে মসজিদের ইমাম সাহেব, মুয়াযযিন সাহেব।
আরও দেখুনঃ টিপু সুলতানের তরবারি pdf বই ডাউনলোড
এবং উস্তাদ সহ অন্যান্য দ্বীনী ব্যক্তিত্বদের খেদমত নিয়োজিত করেন। তিনি প্রথম কুরআন শিক্ষার জন্য মক্তবের উস্তাদ হিসেবে পেয়েছিলেন হযরত মাওলানা মকবুল হুসাইন রহঃ কে, যনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের হওয়া সত্ত্বেও শুধুমাত্রা আল্লাহর সন্তুষ্টির জন্য ত্রিশ টাকা বেতনে গ্রামের মক্তবে পড়াতেন। এবং কি প্রতিদিন সকালে ফজরের পরে কুরআন শরীফ পড়াতে বসতেন।
আর প্রতিদিনই দুপুর বারটার পর উঠতেন। আর তাকওয়া এবং পরহেযগারীর কথা হযরত প্রফেসর সাহেব এখণো শ্রদ্ধাভরে স্মরণ করেন। চাকুরীর প্রয়োজনে তার সঙ্গে যখন চাদঁপুরে বদলী হন, তখন তিনিও পিতার সংগে চাদঁপুরে চলে আসলেন।
আরও দেখুনঃ জননীদের জীবনকথা pdf বই ডাউনলোড
এ সময় বিদআতী সম্প্রদায় আওলাদে রাসূল হযরত মাওলানা মুস্তফা আল-মাদানী রহঃ হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করে।এবং তাকে ডাকদিয়া নদীতে নিক্ষেপ করলে নদীতে মাছ ধরায় ব্যস্ত জেলেরা তখন উদ্ধার করে চাদঁপুর হাসপাতালে ভর্তি করে দেন। তখন প্রফেসর সাহেবের মা প্রায়েই হযরত মাওলানা মুস্তফা মাহমূদ আল মাদানী রহঃ।
এর জন্য কিছু খাবার তৈরী করে দিতেন। তিনি তার পিতার সঙ্গে সেই খাবার নিয়ে হাসপাতালে হযরতের খেদমতে উপস্থিত হতেন। পরবর্তিতে ঢাকার ইসলামিয়া হাই স্কুলে যার কমিটির চেয়ারম্যান ছিলেন ঢাকার বিখ্যাত আলেম মুফতী দ্বীন মুহাম্মদ রহঃ পড়ার সময় গণী মিয়ার হাট মসজিদে যখন জোহর নামায আদায় করতে যেতেন।
আরও দেখুনঃ চলমান সংকট নিরসন pdf বই ডাউনলোড
নিচে তাযকিরাতুল আখেরাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আশরাফ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 11.9 MB প্রকাশ সালঃ 2001 ইং বইয়ের লেখকঃ প্রফেসর মুহাম্মদ হামীদুর রহমান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ