তাসাওউফ ও আত্মশুদ্ধি pdf বই ডাউনলোড। শ্রদ্ধেয় সুধীমন্ডলী ও প্রিয় ভাইয়েরা! কয়েক জুমা ধরে সূরা মুমিনূনের প্রথম কয়েকটি আয়াতের বর্ণনা চলছে। যার মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা সফলকাম ঈমানদারদের গুনাবলী বর্ণনা করেছেন। এর মধ্যে চতুর্থ আয়াতে একটি গুণ এই বর্ণনা করেছেন যে, সফলকাম ঈমানদার তারা যারা যাকাতের উপর আমল করে।
আমি পূর্বে বলেছিলাম যে, এ আয়াতের দুটি অর্থ, একটি অর্থ হলো যাকাত দেওয়া, আর দ্বিতীয় অর্থ হলো নিজের স্বভাব-চরিত্রকে পাক-পবিত্র করা। এই দ্বিতীয় অর্থের বর্ণনায় কয়েক জুমা অতিবাহিত হয়েছে। আজ এর পরিশিষ্ট আলোচনা করবো। এরপর বেচেঁ থাকলে পরবর্তী আয়াতসমূহের প্রতি মনোযোগ দেবো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রূহে তাসাওউফ pdf বই ডাউনলোড
- আত্মশুদ্ধি pdf বই ডাউনলোড
- অন্তরের ১০টি রোগের বর্ণনা pdf বই ডাউনলোড
- অন্তরে প্রান্তরে pdf বই ডাউনলোড
- দরুদ শরীফের মর্যাদা pdf বই ডাউনলোড
পূর্বে আমি আলোচনা করেছি যে, আল্লাহ তাআলা যেভাবে নামায, রোযা ইত্যাদি বাহ্যিক জীবনের সাথে সম্পৃক্ত কিছু বিধান আমাদের উপর আবশ্যক করেছেন, তেমনিভাবে অভ্যন্তরের সাথে সম্পৃক্ত কিছু বিধানও আমাদের উপর আরোপ করেছেন। যেমন মানুষের অন্তরে ইখলাস থাকতে হবে, রিয়া থাকা যাবে না।
অন্তরে আল্লাহ ও তার রাসূলের মহব্বত থাকতে হবে। বিনয় থাকতে হবে, অহমিকা থাকা যাবে না। ধৈর্য ধারণের ক্ষেত্রে ধের্য ধারণ করতে হবে। শোকরের ক্ষেত্রে শোকর করতে হবে। এসব বিধানের সম্পর্ক মানুষের অভ্যন্তর ও কলবের সঙ্গে।
আত্মার সাথে সম্পৃক্ত হারাম কাজ- এমনিভাবে আত্মার সাথে সম্পৃক্ত অনেকগুলো হারাম কাজ রয়েছে। যেমন হিংসা করা হারাম। অহংকার করা হারাম। কারো প্রতি বিদ্বেষ রাখা হারাম। যশ-খ্যাতি ও মানুষকে দেখানোর জন্য কাজ করা হারাম। তাই নীতি-চরিত্রের সংশোধন এবং সেগুলোকে পাক-পবিত্র করাও একজন মুমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরয।
শুধু নামায পড়া, রোযা রাখা, যাকাত দেওয়া, সামর্থ হলে হ্ব করা এব ওমরা করা যথেষ্ট নয়। বরং আত্মার এসব আমল ও আখলাককে সংশোধন করাও জরুরী। অন্তরে যেন অহংকার না থাকে, হিংসা না থাকে, প্রদর্শনপ্রবৃত্তি না থাকে, যশ-খ্যাতির উদ্দেশ্যে কাজ করা না হয় এবং দুনিয়ার মহব্বত অন্তরে বদ্ধমূল না হয়। আল্লাহ ও রাসূলের মহব্বত অন্তরে থাকে। অন্তরে এসব গুণ অর্জন করা জরুরী। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে তাসাওউফ ও আত্মশুদ্ধি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আশরাফ |
বইয়ের ধরণঃ | আত্মশুদ্ধি বিষয়ক |
বইয়ের সাইজঃ | 52.6 MB |
প্রকাশ সালঃ | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | মুফতী মুহাম্মদ তাকী উসমানী |
অনুবাদকঃ | মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন |