আত্মশুদ্ধি pdf বই ডাউনলোড। অতঃপর, যদি কোনো দর্শক ও পর্যবেক্ষক আজ অধিকাংশ মানুষের অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে তিনি আজব বা বিস্ময়কর এক বিষয় লক্ষ্য করতে পারবেন।
তিনি দেখতে পাবেন যে, মানুষ বাহ্যিক বিষয়ে উন্নয়ন, সুন্দর ও সজ্জিতকরণে অধিক যত্নবান ও মনোযোগী। তিনি দেখতে পাবেন তাদেরকে বিভিন্ন প্রকার রূপসজ্জার সামগ্রী দ্বারা সজ্জিত ও সৌন্দর্যচর্চায় যত্নবান হতে। এইক সময়ে পর্যবেক্ষন ব্যক্তি মানুষকে আভ্যন্তরীণ বিষয়ের সজ্জিতকরণে।
আরও দেখুনঃ দাজ্জাল মাসীহ দাজ্জালে কিস্সা pdf বই ডাউনলোড
ও তার শুদ্ধি এবং সংশোধনে সম্পূর্ণভাবে অমনোযোগী দেখতে পাবেন। বাহ্যিক বিষয়কে সুন্দর করার জন্যে সে কত যে সময়, চেষ্টা ও শক্তি ব্যয় করছে অথচ অন্তরের সংশোধন ও আভ্যন্তরীণ বিষয়ের সংশোধনে সম্পূর্ণভাবে গাফিল । এমনকি অনেক মানুয়ের মাঝে বাহ্যিখ সৌন্দর্য এবং তার শোভা প্রকাশ করা ছাড়া অন্য কোনো আগ্রহই দেখা যায় না।
তাই আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনায় সত্যই বলেছেন: (হে রাসুল!) তুমি যখন মুনাফিকদের দিকে তাকাও তখন তাদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং তারা যখন কথা বলে তখন তুমি সাগ্রহে তাদের কথা শ্রবণ কর, যেন তারা দেওয়ালে ঠেকানো কাঠর স্তম্ভদদৃশ। তারা যে কোনো শোরগোলকে মনে করে তাদেরই বিরুদ্ধে।
আরও দেখুনঃ ঈমান ও সহীহ আক্বীদাহ pdf বই ডাউনলোড
তারাই শত্রু। অতএব, তাদের সম্পর্কে সতর্ক হও, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন! বিভ্রান্ত হয়ে তারা কোথায় চলছে? {সূরা আল-মুনাফিকূন, আয়াত: ৪} অতএব, এই হলো সেই সকল জাতি যারা দৃশ্যথ সুন্দর ও মনোরম এবং তাদের কথায় প্রতারক। তাদেরকে আল্লাহ তাআলা দেওয়ালে ঠেকানো কাঠের সাথে তুলনা করেছেন, যে কাঠের মধ্যে কোনো উপকারিতা নেই ।
এবং এ সমস্ত এমন দৃশ্য যার কোনো মূল্য নেই এবং এমন অপরাধ ও অন্যায় যা অনুভব করা ও বুঝানো যায় না। এগুলো এমন নিকৃষ্ট অবস্থা যা কোনো ঈমানদার তার নিজের জন্য পছন্দ করতে পারেন না বরং কোনো ঈমানদারের ঈমান তার আভ্যন্তরীণ বিষয়ের সংশোধন এবং তার অন্তরের পবিত্রতা ও সুবাসিত করা ব্যতীত পরিপূর্ণ হতে পারে না।
আরও দেখুনঃ ঈমান ও সহীহ আক্বীদাহ pdf বই ডাউনলোড
নিচে আত্মশুদ্ধি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 2.26 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ খালেদ ইবন আব্দুল্লাহ আল-মুসলেহ অনুবাদঃ আব্দুন নুর ইবন আব্দুল জব্বারডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ