তাহকীক সুনান ইবনু মাজাহ ২য়-খন্ড
তাহকীক সুনান ইবনু মাজাহ ২য়-খন্ড pdf বই ডাউনলোড। হদীস সংকলনের ইতিহাসে যে কয়জন প্রসিদ্ধ মুহাদ্দিস এর নাম বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে, বিশেষ করে কুতুবুস সিত্তাহ (৬টি হাদীসগ্রন্থ) বা কুতুবুত তিসআহ (৯টি) হাদীসগ্রন্থ এর মধ্যে, তাদের মধ্যে ইমাম ইবনু মাজাহ অন্যতম।
হাদীস সংকলনে তিনি অত্যন্ত দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এখানে সংক্ষেপে তারঁ পরিচিতি তুলে ধরা হলো। নাম: আল-ইমামুল মুহাদ্দিস আল হাফিযুস সিকাহ আবূ আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইয়াযীদ বিন মাজাহ আর রিবঈ আল কাযবীনী রহ.।
আরও দেখুনঃ হজ সফরে সহজ গাইড pdf বই ডাউনলোড
জন্ম ও জন্মস্থান: ইমাম ইবনু মাজাহ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সমুদ্র উপকূলবর্তী আযারবায়যান প্রদেশের কাযবীন শহরে ২০৯ হিজরীতে জন্মগ্রহন করেন। যাফরুল মুহাসসিলীন, পৃ,১৩৮।
শিক্ষাজীবন : আব্বাসী যুগে বিশেষতঃ খালীফাহ মামূনের পৃষ্ঠপোষাকতায় যখন জ্ঞান-বিজ্ঞানে বিভিন্ন শাখা-প্রশাখায় উৎকর্ষ সাধিত হয়, সে সময় ইমাম ইবনু মাজাহ তার বাল্যকাল অতিবাহিত করেন। হিজরী তৃতীয় শতকের শুরু হতেই কাযবীন শহরটি হাদীস চর্চায় ব্যাপাক খ্যাতি লাভ করে। যে সকল মুহাদ্দিস এ শহরে আগমন ও বসবাস করে একে ধন্য ও প্রসিদ্ধ করেছিলেন।
আরও দেখুনঃ মুসলিম বিজ্ঞানী pdf বই ডাউনলোড
তাদের মাঝে উল্লেখযোগ্য ছিলেন, মুহাম্মাদ বিন সাঈদ বিন সাকিব, হাফিয আলী বিন মুহাম্মাদ আত তানাফাসী। [মৃ.২৩৩ হি.] আবূ হাজার আমার বিন রাফিঈ আল-বাজালী {মৃ.২৩৭ হি.} ইসমাঈল বিন তাওবাহ আবূ সাহল কাযবীনী (মৃ.২৪৭ হি.) হারুন বিন মূসা আত তামীমী (মৃ,২৪৮) ও মুহাম্মাদ বিন আবী খালিদ আল -কাযবীনী প্রমুখ। ইমাম ইবনু মাজাহ বাল্যকালেই উল্লিখিত মুহাদ্দিসগণের নিকট থেকে হাদীসের শিক্ষা গ্রহন করেন [যাফরুল মুহাসসিলীন, পৃ, ১৩৮]।
হাদীস অন্বেষণে দেশ ভ্রমণ: ইমাম ইবনু মাজাহ ২১-২২ বছর বয়স পর্যন্ত স্বদেশেই হাদীস শিক্ষা লাভ করেন। ২৩০ জিহরী সনে হাদীসের উচ্চতর শিক্ষা লাভের বিদেশ পরিভ্রমণ। করেন। এ উদ্দেশ্য তিনি ইরাক, কূফা, বাসরাহ, বাগদাদ, মক্কা, মদিনাহ, সিরিয়া, মিসর, খুরাসণ ও রায় বলখ ।
আরও দেখুনঃ মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই ডাউনলোড
নিচে তাহকীক সুনান ইবনু মাজাহ ২য়-খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাওহীদ পাবলিকেশন্স বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 35.7 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ আব্দুল্লাহ ইবনু মাজাহ আল-কাযবীনী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ