তাহক্বীক মিশকাতুল মাসাবীহ ৩য় খন্ড pdf বই ডাউনলোড। সকল প্রশংসা আল্লাহর জন্যই। আমরা তারঁই প্রশংসা করছি, তারঁ সাহায্য প্রার্থনা করছি এবং তার নিকট ক্ষমা চাচ্ছি। আমরা আমাদের মনের কুমন্ত্রণা ও মন্দ কাজ হতে তারঁ নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যাকে হিদায়াত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে হিদায়াত করার সামর্থ্য রাখে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মাবূদ নেই।
এটা আমার নাজাতের ওয়াসীলাহ এবং মর্যাদার বৃদ্ধির কারণ হবে। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সা. আল্লাহর বান্দা ও রসূল। মহান আল্লাহ তাআলা তাকে এমন সময় দুনিয়াতে পাঠিয়েছেন। যখন ঈমানের পথের সমস্ত নিশানা মুছে গিয়েছিল, ঈমানী আলোসমূহ নিভে গিয়েছিল। তার স্তম্ভসমূহ দুর্বল হয়ে পড়েছিল এবং মানুষ সে সবের স্থান পর্যন্ত ভুলে গিয়েছিল।
আরও ইসলামিক বই দেখুন:
- তাহক্বীক মিশকাতুল মাসাবীহ ১ম খন্ড pdf বই ডাউনলোড
- মিশকাতুল আনওয়ার pdf বই ডাউনলোড
- মিশকাতে বর্ণিত জাল জয়িফ হাদিস pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- বৈজ্ঞানিক মুহাম্মদ সাঃ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
তিনি এসে এইসব জিনিসকে মজুবুতভাবে প্রতিষ্ঠা করলেন এবং ঈমানের মশালকে উচুঁ করে ধরলেন। যারা গুমরাহীর রোগে এসেছিল, মরতে বসেছিল, তাদেরকে তিনি তাওহীদের কালিমা দ্বারা আরোগ্য করলেনম যারা হিদায়াতের পথ খুঁজছিল তাদেরকে তিনি পথ দেখালেন এবং যারা সৌভাগ্য ভান্ডারের মালিক হতে চেয়েছিল, তাদের জন্য তিনি সে পথ পরিস্কার করে দিলেন।
অত:পর নিশ্চয়িই নবী করীম সা.-এর বক্ষ থেকে প্রকাশিত বিষয়াবলীর অনুসরণ ব্যতীত তারঁ আদর্শকে আঁকড়ে ধরাটা পরিপূর্ণ হবে না এবং আল্লাহর রজ্জু তথা কুরআনকে মজবুত করে ধারণ করা নবী করীম স. এর ব্যাখ্যা ব্যতীত পূর্ণতা লাভ করবে না।
ইমাম মুহসিয়ুস সুন্নাহ আবূ মুহাম্মাদ হুসায়ন ইবনু মাসঊদ ফাররা বাগাবী মৃ: ১৫৬ হি: কর্তৃক রচিত মাসা-বীহ শীর্ষক গ্রন্থখানি বিরল হাদীস সমূহকে অন্তর্ভুক্তধারী হাদীস বিষয়ক একখানা পূর্নাঙ্গ গ্রন্থ। সংকলক রহ: সানাদসমূহ বিলুপ্ত করার মাধ্যমে হাদীস সংকলনে সংক্ষিপ্ততার পথ অবলম্বন করলে কতিপয় সমালোচন এতে সমালোচনা করেন। যদিও তার মতো একজন নির্ভরশীল সিকাহ ব্যক্তির হাদীস বর্ণনা করাই সানাদতুল্য। যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে তাহক্বীক মিশকাতুল মাসাবীহ ৩য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হাদীস একাডেমি |
বইয়ের ধরণঃ | নামাজ বিষয়ক |
বইয়ের সাইজঃ | 29.5 MB |
প্রকাশ সালঃ | ২০০৬ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুল্লাহ আল খাতীব আল উমারী আত তিবরীযী |
অনুবাদকঃ | হাদীস একাডেমি |