তাহাবী শরীফ pdf বই ডাউনলোড। ইমাম আবূ জাফর তাহাবী রঃ ছিলেন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উচুঁমানের ফকীহ ইসলামী আইনজ্ঞ। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহগণ মুজতাহিদ আলিম হিসেবে আখ্যায়িত করেছেন। মিসরের তাহা নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাকেঁ তাহাবী বলা হয়।
তাফসীর, হাদীস, ফিকহ, আকাইদ, ইতিহাস ও জীবন রচিত ইত্যাদি বিষয়ে প্রায় ৩০টি গ্রন্থ তিনি রচনা করেছেন। শারহু মাআনিল আসার; আহকামুল কুরআন মুশকিলুল আসার, কিতাবুস শুরুত ইত্যাদি তারঁ উল্লেখযোগ্য গ্রন্থ।
আরও দেখুনঃ সূরা কাহাফ এবং বর্তমান বিশ্ব pdf বই ডাউনলোড
ইমাম আবূ জাফর তাহাবী র তৃতীয় শতকের অন্যতম শ্রেষ্ঠ হাদীস বিশারদ, অত্যন্ত উঁচু মর্যদা সম্পন্ন ফকীহ ইসলামী এবং বিশেষজ্ঞ আলিমে দ্বীন হিসাবে খ্যাতির শীর্ষে ছিলেন। মুহাদ্দিস ও ফকীহদের তাবাকাতে স্তরে তাকেঁ সমানভাবে গণ্য করা হত। পূর্ববর্তী মনীষীদের মাঝে তার ন্যায় বহুদর্শী, দক্ষ ও প্রতিভাবান আলিমের দৃষ্টান্ত খুবই কমই ছিল।
যিনি হাদীস ও ফিকাহ শাস্ত্রে প্রামণিক পর্যায়ে অধিষ্ঠিত ছিলেন। হাদীস বিশেষজ্ঞগণ তাকেঁ হাফিয ও ইমাম আর ফকীহগণ তাকেঁ মুজতাহিদ আলিম হিসাবে আখ্যায়িত করেছেন। ইমাম আবূ জাফর আহমদ ইবন মুহাম্মদ ইবন সালামা ইবন সালমা আল-আযদী-আত তাহাবী রঃ বলেনঃ আমার এক জ্ঞানপিপাসু সুহৃদ বন্ধু আমার নিকট এ মর্মে অনুরোধ জ্ঞান করলেন যে।
আরও দেখুনঃ সূরা কাহাফ এবং বর্তমান বিশ্ব pdf বই ডাউনলোড
আমি যেন তার জন্য একটি বিশেষ গ্রন্থ রচনায় ব্রতী হই, যাতে রাসূলুল্লাহ সাঃ থেকে সুত্র পরস্পরায় বর্ণিত আহকাম বিধানাবলী সংশ্লিষ্ট বাণীসমূহ সন্নিবেশিত করি। এসব বিধান নিয়ে অবিশ্বাসী নাস্তিকেরা ও দুর্বলমতি মুসলমানদের হাদীস অস্বীকারকারী ভ্রান্ত দল নাসিখ রহিতকারী ও মানসুখ রহিত সম্পর্কে ।
তাদের স্বল্পজ্ঞান হেতু এবং প্রজ্ঞাময় কুরআন ঐক্যমত্য দ্বারা প্রতিষ্ঠিত সুন্নাহর সাক্ষ্য ও সমর্থনের ভিত্তিতে যে সব বিধানের উপর আমল করা আবশ্যক; কিন্তু এ সম্পর্কে তাদের স্বল্পজ্ঞান হেতু এ মর্মে অমূলক ধারণা পোষণ করে যে, আল্লাহর কতক বিধান অপর কতক বিধানের সাথে পারস্পরিক সাংঘর্ষিক।
আরও দেখুনঃ সত্যের সেনানী pdf বই ডাউনলোড
নিচে তাহাবী শরীফ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বইয়ের ধরণঃ কিতাব বিষয়ক বইয়ের সাইজঃ 21.7 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ ইমাম আবূ জাফর আহমদ ইবন মুহাম্মাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ