তিনিই আমার রব pdf বই ডাউনলোড। মানবজীবন বড়ই বৈচিত্র্যময়। কখনো সমস্যাসঙ্কুল, কখনো সুখ আর শান্তির পশরায় সাজানো। মানুষের আচরণও বড্ড অদ্ভুত। যখন আমরা সমস্যায় নিপতিত হই, দুঃখ আর কষ্টে জড়িয়ে যাই, আমরা তখন খুব হতাশ হয়ে পড়ি। ভেঙে পড়ি। ভাবি, আর কখনোই বুঝি দাড়াতে পারবো না। সামান্য অন্ধকার দেখেই আমরা এত ভয় পাই, মনে হয়, আর বুঝি কখনো আলোর দেখা মিলবে না। এই সমস্যাসঙ্কুল সময়টাকে আমরা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হিসেবে নিতে চাই না।
যেন চিরকাল কেবল সুখী জীবনযাপন করার জন্যই আমাদের সৃষ্টি। আবার আল্লাহ দয়ায় যখন আমরা উঠে দাড়াঁই, যখন একটু সুখের দেখা মেলে, আমরা এটাকে কেবল আমাদের অর্জন হিসেবে দাবি করি। আল্লাহু সুবহানাহু ওয়া তা আলার প্রতি সামান্য কৃতজ্ঞতা প্রকশ করতেও ভুলে যাই আমরা। এই উঠে দাড়াঁনোতে কার দয়া, স্নেহ, মমতা এবং ভালোবাসা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, তা আমরা স্মরণও করতে চাই না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল্লাহ আমার রব pdf বই ডাউনলোড
- আইনের নামে শিরক ও কুফর pdf বই ডাউনলোড
- সঠিক আকীদা ও পরিপন্থী pdf বই ডাউনলোড
- তাবলীগ আমার কাজ pdf বই ডাউনলোড
- সিয়াসতনামা pdf বই ডাউনলোড
আমাদের প্রত্যেকেরই নাম আছে, যাকে আরবীতে বলা হয় ইসম। আর নাম দ্বারা উদ্দিষ্ট ব্যক্তিকে বলা হয় মুসাম্মা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তারঁ অনেকগুলো নাম রয়েছে। এ নামগুলোকে বলা হয় আল-আসমাউল হুসনা তথা সুন্দরতম নামসমূহ। দুনিয়ার দিকে থেকে আসুন চিন্তা করি । আপনার কোনো বন্ধুর যদি অনেকগুলো নাম থাকে।
আর প্রতিটি নামই আপনার মুখস্ত থাকে, তাকে আপনি অবস্থা অনুসারে প্রতিবারই ভিন্ন নামে ডাকেন, তাহলে সে আপনাকে কাছের মনের করবে? তার কাছে মনে হবে যে, আপনি তাকে অনেক গুরুত্ব দিয়ে থাকেন। যে কারণে সবগুলো নাম আপনি মনে রেখেছেন। তাহলে যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ তারঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যবানে আমাদের জানালেন, নিশ্চয় আল্লাহর নিরানব্বইটি নাম আছে, একশটির একটি কম।
যে এগুলোকে পূর্ণ ঈমানসহ অনুধাবন করল সে জান্নাতে প্রবেশ করল। এ হাদীসে আল্লাহর নিরানব্বইটি নামই আয়ত্ত করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে এখন এ আয়ত্তের ধরণ কেমন হবে? এর উত্তরে ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ বলেন এটি তিন ভাবে হবে। ১. এ শব্দগুলো জানা। ২. এগুলোর মর্মার্থ জানতে পারা ৩. এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া এবং এগুলোর দাবি অনুসারে আমল করা।
আমরা সবাই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি, আমরা জানি, তিনি আমাদের রব। তিনি গোটা সৃষ্টিকুলের স্রষ্টা ও মালিক। তিনি সকল রাজত্বের মালিক, সমগ্র বিশ্বের পরিচালক, তিনি সকল কিছু উপর ক্ষমতাবান। তিনি আমাদের এ বিশ্বাস রবকে স্বীকৃতি প্রদানের বিশ্বাস। এর নাম তাওহীদুর রবুবিয়্যাহ বা প্রভুত্বের তাওহীদ।
নিচে তিনিই আমার রব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমকালীন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 25.03 MB |
প্রকাশ সালঃ | ২০১৮ |
বইয়ের লেখকঃ | শাইখ আলী জাবির আল ফীফী |
অনুবাদঃ | আব্দুল্লাহ মজুমদার |