তিন রঙের তিন pdf বই ডাউনলোড। বাইরে তখন অঝোরে বৃষ্টি পড়ছে। বন্ধ কাচের জানলার ও প্রান্তে ঝাপসা প্রেক্ষাপট। বর্ষাস্নাত প্রকৃতি আস্তে আস্তে যুবতি হচ্ছে। জলের স্বচ্ছ ফোটাঁ পাতায় পাতায় দ্যুতি ছড়িয়ে হাসছিল। প্রচন্ড গরমের ক্লান্তিকর ঘামের দাগ নিশ্চিহৃ করতেই এই ধারাস্নানের উদ্যোগ! যেন সারাজিদের কাজকর্ম সেরে গৃহিনী সান্ধ্যস্নান করছেন। তারঁ অনিন্দ্যসুন্দর মুখ ছুইয়েছে ফোটাঁয় ফোটাঁয় পড়ছে ঝরে ঝলবিন্দু।
গহন ক্লান্ত দৃষ্টিতে বন্ধ জানলার দিকে তাকিয়েছিলেন। বৃষ্টি নয়। দ্রষ্টব্য বিষয় নিজের মুখের প্রতিচ্ছবি। কাচের জানলায় তারঁ নিজের মুখেরই প্রতিবিম্ব পড়ছিল। সেই প্রতিবিম্বের ওপর দিয়ে বৃষ্টির জল সরলরেখা টেনে টেনে চলে যাচ্ছে। তিনি আপনমনেই শুনছিলেন, কটা সরলরেখা দাগ ফেলে গেল তার মুখে!
আর ইসলামিক বই দেখুনঃ
- ফররুখ আহমদ জীবনও সাহিত্য pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- তিনশত বছর ঘুমিয়ে pdf বই ডাউনলোড
- সাহাবী কবি কাব্য pdf বই ডাউনলোড
- আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন pdf বই ডাউনলোড
তার মধ্যেই কানের কাছে কে যেন উচ্ছাসিত হয়ে কবিতার কয়েকটা লাইন আউড়ে গেল। সে বেচারাও দোষ নেই। ছোকরা উঠতি কবি। বেশ কয়েকটা লিটল ম্যাগাজিনে তার লেখা বেরিয়েছে। একেই অত্যৎসাহী তরুণ কবি, তার ওপর এমন সুন্দর বর্ষণমুখর পরিবেশ। সবমিলিয়ে রোমান্টিজিসমের চুড়ান্ত। ধাক্কাটা সামলাতে পারেনি। উচ্ছ্বাসিত হয়ে বলে গেল কবিতার কয়েকটা লাইন- জলের সঙ্গে আমার ছাড়া বলছে আমার কথা।
জল বোঝে না কোনটা কথা কোনটা প্রগলভতা..!! পনেরো…ষোলো…সতেরো…আঠারো…। গহন তখনও একমনে জলের সরলরেখা সংখ্যা গুনে যাচ্ছিলেন। হঠাৎই অঙ্গের মধ্যে দ্রাম করে আছড়ে পড়ল কাব্য!! কবিতার গুঁতোয় খেই হারিয়ে ফেলেন তিনি। গভীর চোখদুটো জানালার দিক থেকে ফিরল আবৃত্তিকারের দিকে। অবিমিশ্র বিরক্তি ভেসে উঠছে চোখদুটোয়।
আবৃত্তিকার সেই চাউনি দেখেই থতোমতো খেয়ে চুপ করে গেল। গহন মুখে কিছু বলেননি। কিন্তু তারঁ চোখদুটো আদ্যন্ত ভাষাময়! সেই চোখই যেন বিরক্তিমিশ্রিত কণ্ঠস্বরে বলে উঠল -চুপ করো। উঠতি কবি কাব্যে ক্ষান্ত দিল। তার পিছনে একটা ছোটোখাটো ভিড়ও বসেছিল।
সদ্য গোফঁ-দাড়ি গজানো কবি, কিংবা পোড় খাওয়া, জুতোর শুকতলা খইয়ে ফেলা কবি, অথবা লিটল ম্যাগাজিনে দুর্বোধ্য প্রেমের দুর্বোধ্যতর কবিতা লেখা কবি সব নমুনাই পাওয়া যাবে সেই ভিড়ে। সপ্তাহান্তে ছুটির দিনে ওরা এসে আড্ডা জমায় গহনের বাড়িতে। গহন ওদের আসতে বলেন না। তবু ওরা আসে। ওদের সবাইকে চেনেনও না। কিন্তু ওরা সবাই তাকেঁ চেনে। নিজেদের চেনাতেও চায়। এককথায় ওরা ভক্তবৃন্দ!! অথচ গহনের কাছে ওরা ভিড়।
নিচে তিন রঙের তিন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দেব সাহিত্য কূটীর প্রাঃ লিঃ |
বইয়ের ধরণঃ | সাহিত্য বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.37 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | সায়ন্তীন পূততুন্ড |
অনুবাদঃ |