তিব্বে নববী pdf বই ডাউনলোড। ”যাবতীয় প্রশংসা প্রতিপালক আল্লাহর যিনি আমাকে খাওয়ান ও পান করান , আমি যখন অসুস্থ হই তিনি রোগ মুক্ত করেন এবং যিনি আমার মৃত্যু দিবেন অতঃপর জিবিত করবেন । দরূদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের উপর এবং তার পরিবার বর্গ উপর সাহাবীগনের উপর ।
অতঃপর প্রত্যেক মানুষের জানা দরকার যে , আল্লাহ তাআলা তাকে শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন । কিন্তু আল্লাহ তাআলার ইবাদত ততক্ষন পর্যন্ত সঠিকভাবে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সুস্থতা অর্জন না হবে । সুস্থতা অর্জন এ অবস্থার উপর নির্ভশিল যে, মানুষ স্বীয় শারীরিক সুসুস্থতার প্রতি খেয়াল রাখে । সাধারণভাবে এ জন্য চারটি পদ্ধতি প্রচলিত অছে।
আরও দেখুনঃ তাযকিয়াতুন নাফস pdf বই ডাউনলোড
১. দোয়া
২.দাওয়া
৩.কর্ম
৪.বর্জন।
সময় অনুযায়ী কিছু নিয়ম-নীতি।
কিন্তু শারীরিক রোগে কিছু চিকিৎসা যেমন জালিনুস ও অন্যান্যরা , যারা শুধু গবেষণার উপরই জোর দেয় এবং রোগ নিরাময়ের জন্য দোয়াকে যথেষ্ট মনে করে না । বরং মুসলমানদের সম্পর্কে বলে যে , এসব মানুষ যারা রোগ মুক্তির জন্য দোয়াকে কার্যকর হয় না । কিন্তু এ ধারণা ক্রটিযুক্ত ।
আরও দেখুনঃ সময় কখনো ফিরে আসে না pdf বই ডাউনলোড
এটা এজন্য যে , কথার প্রতিক্রিয়া সবাই জানে । যেমন প্রবাদ আছে – তরবারির আঘাত শুকিয়ে যায় কিন্তু জিহবার আঘাত শুকায় না । অনুরূপ কোন ব্যক্তি যদি কাউকে মন্দ বলে তবে সম্বোধিত ব্যক্তি আহত হয়ে যায় এবং ঐ ব্যক্তির অন্তরে প্রতিশোধ স্পৃহা সৃষ্টি হয় । এরূপে ভারৈাকথার প্রভাব মানুষের অন্তর পর্যন্ত পৌছায় ।
একজন সাধারণ মানুষের কথা যখণ এ পরিমাণ প্রভাবশীল তখন আল্লাহ তাআালার কথায় প্রভাব কেনো হবে না । কিন্তু এটা ছাড়া যদি কোনো ব্যক্তি দোয়ার প্রভাব স্বীকারকারী না হয় তবে এটা তার অজ্ঞতা মূর্খতা ছাড়া আর কিছুই নয় ।
কারণ সে কু কথা ও সু কথার প্রভাব স্বীকারকারী কিন্তু আল্লাহর নাম ও কালামুল্লাহর স্বীকারকারী নয় । সারকথা এই যে ,আল্লাহ মানুষকে শরীর ও আত্মা দুটো জিনিস দ্বারা সৃষ্টি করেছেন । রাসূল সাঃ কে যদি শারীরিক ব্যাধি চিকিৎসা শেখানো না হতেত তবে ইসলামের শত্রুরা তার জিবদ্দশায় ও তিরোধানের।
আরও দেখুনঃ সাহসী মানুষের গল্প pdf বই ডাউনলোড
নিচে তিব্বে নববী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আধুনিক প্রকাশনী বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 3.21 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ হাফিয আকরমুদ্দিন অনুবাদঃ মোহাম্মাদ শামসুল ইসলাম সারুটিডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ