তুমি ফিরবে বলে pdf বই ডাউনলোড। রাকিব আমার ক্লাসমেট। ক্লাসে সে আর আমি পাশাপাশি বসি। দুজনেই ব্যাকবেঞ্চার তবে। আমাদের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। রাকিব ধনী বাবার সন্তান,আর আমি নিতান্তই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। কিছুটা ব্যতিক্রমতা থাকে উচ্চবিত্তদের লাইফ স্টাইলে। আড্ডা- ফুর্তি-গান নিয়েই মত্ত থাকে তারা। রাকিবও তেমন। বলে রাখা ভালো, রাকিব ওর ছদ্দনাম। ইচ্ছে থাকলেও আসল নামটা বলতে পারছি না ও বারণ করেছে।
ভার্সিটিতে লাঞ্চ ব্রেক হয় বেলা একটায়। একটার দিকেই মসজিদে আজান হয়। সোয়া একটায় সালাত। সালাত শেষে দুপুরের খাবার খেতে ক্যান্টিনে গেলাম দুজনে। লাঞ্চ করতে করতে রাকিব জানাল, নিজের জীবন নিয়ে এখন সে অতিষ্ঠ। কেন জানি হতাশার সাগরে ভেসে বেড়াচ্ছে। নিয়মিত। কোনো কাজেই ওর মন বসছে না। তাই সিদ্ধান্ত নিয়েছে লাইফস্টাইল চেঞ্চ করবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তুমি ফিরবে বলে pdf বই ডাউনলোড
- হযরত আবূ হূরায়রা pdf বই ডাউনলোড
- অনিরাপদ মাতৃক্রোড় pdf বই ডাউনলোড
- আবু গারিবের বন্দি pdf বই ডাউনলোড
- আত্মহত্যা কোন সমাধান নয় সমস্যা pdf বই ডাউনলোড
রাকিবের কথা শুনে বেশ খুশি হইলাম। মনে হলো, আলো-আধাঁরজড়ানো একটা জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। কেউ এমন জীবনের দিকে ফিরে আসছে, যেখানে ঘনকালো মেঘের দেখা মিলে না কখনো। নেই পিলে চমকানো বজ্রপাতের আওয়াজ। এখানে কেবল আলো আর আলো।
রাকিব ওর হতাশার কারণগুলো জানাল। ধনী বাবার একমাত্র ছেলে সে। বাবা বড় ব্যবসায়ী। বাবার কাছে আবদার করে কোনো কিছু পায়নি, এমন রেকর্ড নেই লাইফে। আইফোন থেকে শুরু করে ম্যাকবুক, সবই আছে ওর। কিন্তু এতকিছুর পরেও সে শূণ্যতা অনুভব করে।
ফিমেইল ভার্সন।
মাঝে মধ্যে চুপি চুপি কাদেঁ ক্লাস শেষে বাসায় ফিরছিলাম আমি। রাকিব জোর করে ফুচকা চত্বরে নিয়ে গেল। ওখানটায় একটা দীঘি আছে। ছোট ছোট বসার বেঞ্চ বানানো হয়েছে দীঘির পাড়ে। সেখানে বসে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করা যায়। দুজন একটা বেঞ্চে বসলাম।
সামনে দীঘি, আশেপাশে গাছপালা, গাছের ফাঁক-দিয়ে-আসা বিকেলের মিষ্টি রোদ, ঝিরঝির বাতাস- সব যেন হাতছানি দিয়ে ডাকছিল। আমাকে। গাছগুলোতে বসন্তের হাওয়া লেগেছিল বলেই নতুন পাতা উঁকি দিয়ে যাচ্ছিল ডালে ডালে। পাখির কিচিরমিচির আওয়াজও ভেসে আসছিল কানে। বেশ সুন্দর লাগছিল পরিবেশটা। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে তুমি ফিরবে বলে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হুদ হুদ প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 24.09 MB |
প্রকাশ সালঃ | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | ড. আয়েয আল করনী |
অনুবাদকঃ | মাওলানা মাহমুদুল হাসান |