তুমি সেই রাণী ও রাজা
তুমি সেই রাণী ও রাজা pdf বই ডাউনলোড। মে মাস। আমাদের দেশের নিরীহ মে মাস নয়, মরু আরবের গরম মে মাস। তপ্ত বালু আর উত্তপ্ত পাথরের নগরী মক্কার মে মাস। আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে।
ঘটনার পাত্রী শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর রা, এর প্রিয় কন্যা আয়েশা। বয়স যারঁ মাত্র ছয়বছর । সখীদের সাথে খেলে এবং মায়ে কাছে শিখে শিখে কাটে যারঁ সময়। সবাই তাকেঁ ভালোবাসে, সবাই তাকেঁ আদর করে। কারণ তার সব কিছুই সবার মায়া কাড়ে। বিবাহ তারঁ মনে কৌতূহল আনে। কিন্তু বিবাহের উদ্দেশ্য তারঁ অজানা।
আরও দেখুনঃ একাধিক বিবাহ pdf বই ডাউনলোড
মরু আরবের পরিবেশ বাড়ন্ত হলেও ছোট্ট সে ছোট্টই! কিন্তু মূহুর্তের মধ্যে কী ঘটে গেলো। দায়্যিদুল মুরসালিনের জীবনের সাথে একীভূত হয়ে গেলো ছোট্ট আয়েশার জিবন ! ছোট মেয়ে আয়েশার কী সুন্দর বিবাহ ! কি সৌভাগ্যের বিবাহ! সারা জীবন স্বপ্ন দেখেও তো এমন সৌভাগ্য কেউ লাভ করতে পারে না ! বেশ কিছুদিন পরের কথা।
এখন মদীনার প্রিয় সখীদের সাথে দোলনায় দোল খেয়ে খেয়ে তারঁ সময় কাটে। বিবাহের পর এখনো তারঁ স্বামী-গৃহে যাওয়া হয়নি। দেখতে দেখতে কেটে গেলো তিনটি বছর একদিন খেলার সময় মা এসে হাজির । সখীদের মাঝখান থেকে হাত ধরে নিয়ে গেলেন ঘরে। গোসল করালেন। জামা পরালেন ।
আরও দেখুনঃ আল্লাহ রাসুল সম্পর্কে আকিদা pdf বই ডাউনলোড
তারপর? তারপর তারঁ যাত্রা হলো অন্য এক গৃহে। শ্রেষ্ঠ মানুষের গৃহে। শ্রেষ্ঠ নবীর গৃহে। শ্রেষ্ঠ স্বামীর গৃহে। এখন তিনি উম্মুল মুমিনীন উম্মতের মা! কী তার বয়স আর কেমন তারঁ দায়িত্ব ! আল্লাহ আকবার! একদিকে এই গুরু-দায়িত্ব ! অন্যদিকে এমন কুসুম-কোমল হৃদয়!নাযুক দেহের এক ছোট্ট মানবী ! তার পাশে আল্লাহ নবী ! এক ফারবী কবি বুঝি এটাই বলতে চেয়েছিলেন এভাবেঃ একবার আখিঁ নিমীলন করুন তারঁ দিকে, পুনঃ অবলোকন করুন নিজেকে।
তারঁ কোমল মনে কতো নিষ্পাপ আনন্দ-আহলাদ উঁকি দিচ্ছেন ! আশা-আকাঙ্কার কতো ঢেউ জাগছে ! দোলনায় দোল খাওয়ার কতো বাসনা সাতাঁর কাটছে! অথচ মুখে একটি মাত্র শব্দ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাসুলের মহান জীবনের সাথে মিখে গিয়ে এই ছোট্ট থেকেই তিনি কত বড় হয়ে গেলেন।
আরও দেখুনঃ এক ব্রিটিশ গোয়েন্দার ডায়রি
নিচে তুমি সেই রাণী ও রাজা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 4.88 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মাঃ আব্দুল মাজেদ দরিয়াবাদী অনুবাদঃ ইয়াহইয়া ইউসুভ নদভীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ