তুমি সেই রানী pdf বই ডাউনলোড । ও ছিলো এক রাশিয়ান তরুণী। এক রক্ষণশীল পরিবারে ওর জন্ম। খৃষ্টধর্মের ‘প্রটেষ্ট্যান্ট’ গোষ্ঠীর কট্টর অনুসারী।
একবার এক রুশ বণিক ওকে উপসাগরীয় অঞ্চলের একটি দেশে বাণিজ্য-সফরে তার সাথে যাওয়ার প্রস্তাব দিলো। সাথে থাকবে আরো অনেক রুশ তরুণী। উদ্দেশ্য হলো সেখান থেকে কিছু বৈদ্যুতিক পণ্যসামগ্রী কিনে এনে রাশিয়ার বাজারে বিক্রি করা। তরুণীটি এ প্রস্তাবে দেশ ভ্রমণের আনন্দ ছাড়া খারাপ কিছু পেলো না। তাই সে রাজি হয়ে গেলো। অন্যান্য তরুণীদের সাথে একদিন সে রওয়ানাও হয়ে গেলো।
কিন্তু ‘বানিজ্য-কাফেলা’ সেখানে পৌঁছার পরই ঐ ‘বণিক-নেতা’র স্বরূপ উন্মোচিত হলো। দাঁত বের করে সে আসল পরিচয়ে সামনে এলো। সাথে নিয়ে আসা তরুণীদেরকে সে দেহপসারিণী হওয়ার প্রস্তাব দিলো্ সাতে একঝাঁক লোভনীয় রঙিন প্রস্তাবও দিলো। গাড়ি-বাড়ি ও বিশাল অর্থ-সম্পদের মালিক হওয়ার রূপালী স্বপ্ন দেখালো। আন্তর্জাতিক পরিমণ্ডলে পদর্প পদচারণার সবুজ ইঙ্গিত দিলো। তার এ লোভনীয় প্রস্তাবে অধিকাংশ তরুণী রাজিও হয়ে গেলো।
কিন্তু নিজ ধর্মের প্রতি অতিশয় আসক্ত কট্টর তরুণীটি এ প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করলো।
‘বণিক’ লোকটি তরুণীর এ প্রত্যাখ্যানে রাগ করলো না। তার দিকে তাকালো সরু চোখে। হাসলো অশুভ হাসি। বিদ্রুপের হাসি। তারপর বললোঃ
‘দেখো মেয়ে! এখন এখানে তোমার ইচ্ছা-অনিচ্ছার কোনো দাম নেই। এখানে তুমি মূল্যহীন। পরনের কাপড় ছাড়া কী আছে তোমার? আমার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া কোনো পথ তোমার সামনে খোলা নেই।’
আরও ইসলামিক উপন্যাস দেখুনঃ
- তুমি সেই রাণী ও রাজা pdf বই ডাউনলোড
- সুগন্ধির মতই তুমি pdf বই ডাউনলোড
- আধাঁর রাতের বন্ধু pdf বই ডাউনলোড
- ২৮ টি কুফরী বাক্য pdf বই ডাউনলোড
- সূর্যাস্ত pdf বই ডাউনলোড
- অলৌকিক প্রেম pdf বই ডাউনলোড
- অশ্রু নয় রক্ত pdf বই ডাউনলোড
- মুক্তির লড়াই pdf বই ডাউনলোড
- ইমাম মানবো কেন pdf বই ডাউনলোড
- ফ্রিম্যাসনারি বিশ্বের প্রাচীনতম গুপ্তগোষ্ঠী pdf বই ডাউনলোড
এভাবে লোকটি ভীষণ চাপাচাপি শুরু করলো তরুণীটির উপর। ওর থাকার ব্যবস্থা করা হলো অন্যান্য তরুণীদের সাথেই- একটি নির্জন ফ্ল্যাটে। সবার পাসপোর্ট ছিনিয়ে নিয়ে গেলো ঐ ধূর্ত লোকটা।
দেখতে দেখতেই সবাই দেহ ব্যবসার স্রোতে গা ভাসিয়ে দিলো – রঙিন স্বপ্নের ফানুস উড়িয়ে অজানা আকাশে। ব্যতিক্রম শুধু ঐ তরুণীটি। নিজের মান-ইজ্জত ও সতীত্বকে নিরাপদ রাখার সংগ্রামে অনড় থাকলো ও একাই।
ও পাসপোর্ট ফেরত চাইলো। কিংবা ওকে রাশিয়ায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বললো। কিন্তু লোকটা অস্বীকার করছিলো। বলছিলো – ‘তোমাকে এখানেই থাকতে হবে এবং আমার শর্তও মানতে হবে!’
তারপরও তরুণীটি নিরাশ হলো না। সুযোগের অপেক্ষা করতে লাগলো। একদিন সুযোগ এসেও গেলো। অন্য সব মেয়েরা বাণিজ্যিক উদ্দেশ্যে বাইরে চলে গেল। ও একা, সুযোগই বটে। পাসপোর্টটা উদ্ধারের জন্য সারাটা ফ্ল্যাট তন্নতন্ন করে খোঁজাখুঁজি করলো। নিরাশ হতে হতে শেষে পেয়েও গেলো।
নিচে তুমি সেই রানী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাখতাবাতুল আখতার |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 12.2 MB |
প্রকাশ সালঃ | 2007 |
বইয়ের লেখকঃ | ড. মুহাম্মদ বিন আবদুর রহমান |
অনুবাদঃ | ইয়াহইয়া ইউসুফ নদভী |