তুহফাতুল হাদীস pdf বই ডাউনলোড। জামাআতের সাথে নামায আদায় করাকে শরীআতে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে। কারণ, একদিকে জামাআতে নামায আদায়কারীর জন্য যেমন ঘোষিত হয়েছে মহাপুরস্কার, অন্যদিকে জামাআতে তরকককারীর জন্য এসেছে মহাশাস্তির ঘোষণা। আর জামাআতে নামা আদায়কালে কাতারের মধ্যে পরস্পরের টাখনু ও কাধঁ বরাবর করে কাতার সোজা করার প্রতি দেয়া হয়েছে নিরন্তর তাকাদা।
কিন্তু লা-মাযহাবী বন্ধুরা নিজে নিজে হাদীস বুঝার মূল্য হিসেবে কাতার সোজা করার হাদীসগুলির ক্ষেত্রে ভুল অনুভবের শিকার হয়েছেন। তারা হাদীসের বাহ্যিক অর্থ ধরে পরস্পরের টাখনুর সাথে টাখনু লাগাতে দিয়ে যে অস্বাভাবিক.অনাকাঙ্গিত ও খুশু-খুজু বিনষ্টকারী অবস্থার অবতারণা করেন।
আরও দেখুনঃ তাযকিরাতুল আখেরাহ ২য় খন্ড pdf বই ডাউনলোড
তা খুবই আশ্চর্যজনক; যা গোটা মুসলিম উম্মাহর দৃষ্টিতে বিছিন্ন ও অসমর্তিত পদ্ধতি। এ যাবতকালের মুসলিম উম্মাহর সুন্নাহ-সম্মত অবিচ্ছিন্ন আমলী পদ্ধতি হলো কাতারের মাঝে ফাকঁ না রেখে পরস্পরের টাখনু ও কাধঁ বরাবর করার মাধ্যমে কাতার সোজা করা। নিম্নে এ সম্পর্কিত হাদীসসমূহ পেশ করা হচ্ছে; হযরত নুমান ইবনে বাশীর রা. বলেনঃ- অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযে আমাদের কাতারগুলো সোজা করতেন।
একদিন কাতার সোজা করতে হবে হয়ে দেখলেন, একজনের বুক অন্যদের থেকে সামনে বের হয়ে আছে। তখন তিনি বলেন, হয় তোমরা কাতার সোজা করবে আর নয়তো আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন। (তিরমিযী হা. নং.২২৮)।
আরও দেখুনঃ টিপু সুলতানের তরবারি pdf বই ডাউনলোড
হযরত জাবের ইবনে সামুরাহ রা. বলেনঃ- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন, তোমরা কি সেভাবে সারিবদ্ধ হবে না যেভাবে ফিরিশতাগণ তাদের প্রতিপালকের সামনে সারিবদ্ধ হযে দাড়াঁয় আমরা বললাম, ফিরিশতাগণ তাদের প্রতিপালকের সামনে কীভাবে সারিবদ্ধ হয়ে দাড়াঁয়? তিনি বললেন।
তারা সামনের কাতার আগে পুরা করে এবং কাতারে মিলে মিলে একে অপরের বরাবর হয়ে দাড়াঁয়। (আবূ দাউদ হা. নং ৬৬১) এবং কি আরো হাদীস জানতে পড়তে এই বইটি ডাউনলোড করে নিতে পারেন। আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন।
আরও দেখুনঃ টিপু সুলতানের তরবারি pdf বই ডাউনলোড
নিচে তুহফাতুল হাদীস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল মানসূর বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.49 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুফতী মনসুরুল হক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ