দরসে তিরমিযী ৩য় খন্ড pdf বই ডাউনলোড। অস্থায়ী এ পৃথিবীতে মানুষ চিরদিন টিকে থাকার জন্য আসেনি। কারণ তাকে স্থায়ী বসবাসের জন্য প্রেরণ করা হয়নি। তাকে প্রেরণ করা হয়েছে অস্থায়ী বসবাসে শুধুই আল্লাহর উপাসনা করার জন্য। তাই আল্লাহ তায়ালা একেক যুগে একেকজন নবী-রাসূর প্রেরণ করেছেন। মানব জাতিকে তাঁর উপাসনা রীতি জানিয়ে দেওয়ার জন্য।
এই সিলসিলায় সর্বশেষ যিনি এসেছেন, তিনি হলেন, আখেরী নবী, সরদারে দু’জাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাব জাতির জন্য নিয়ে এসছে শান্তির বার্তা আল কোরআন এবং তাঁর সুন্নাত আল হাদীস। তাই কোরআনের সঙ্গে সঙ্গে হাদীসের গুরুত্ব অপরিসীম।
কোরআনের সঙ্গে সঙ্গে মুসলিম জ্ঞানী – গুনীগন তাই যুগ যুগ ধরে হাদীসের সেবাও করে আসছেন। কেউ মাদরাসা-মকতবে বসে দরস ও তাদরীসের মাধ্যমে। আবার কেউ বা লেখালেখির মাধ্যমে। হাদীসের প্রধান তাসনীফাতগুলোর মধ্যে ‘তিরমিযী শরীফ’ অন্যতম।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দরসে তিরমিযী ১ম খন্ড pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ২য় খন্ড pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- দরসে ইবনে মাজাহ pdf বই ডাউনলোড
এটি একটি জামিয়া বা বিশ্ববিদ্যালয়। এতে ইসলামের বিধিবিধান সম্বলিত অনেক হাদীস রয়েছে যা হাদীসের অন্যসব গ্রন্থগুলোতে সচরাচর পাওয়া যায় না। তাই হাদীসের ছাত্রদের কাছে গ্রন্থখানার গুরুত্ব রয়েছে অনেক বেশী।
আল্লামা তাকী উসমানী সাহেব দাঃ বাঃ সেই দিকেই লক্ষ্য করে তিরমিযী শরীফের ওপর ‘দরসে তিরমিযী’ নাম একখানা ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন। তিরমিযী শরীফ ব্যাখ্যা করার জন্য গ্রন্থখানার গুরুত্ব অপরিসীম। সে দিকে লক্ষ্য করে বাংলাদেশের প্রসিদ্ধ প্রকাশনা প্রতিষ্ঠান ‘আনোয়র লাইব্রেরী’ এর পক্ষ থেকে গ্রন্থখানা বাংলা অনুবাদ করা হয়।
দরসে তিরমিযী এর কতিপয় বৈশিষ্ট্যবলীঃ
১. দরসে তিরমিযীর সংগে পূর্ণ মিল রেখে ছাত্রবোধ অনুবাদ করা হয়েছে।
২. ইমাম তিরমিযীর বক্তব্য দেওয়া হয়েছে।
৩. ইমাম তিরমিযীর বক্তব্য ভিন্ন শিরোনামে লেখা হয়েছে।
৪. দরসে তিরমিযী ভিন্ন শিরোনামে লেখা হয়েছে।
৫. পরীক্ষার্থীদের সুবিধার্থে জটিল স্থানগুলোতে আপত্তি জবাব কিংবা প্রশ্নোত্তরে চিহ্নিত করে দেওয়া হয়েছে।
৬. হাদীসের নাম্বার করে দেওয়া হয়েছে।
৭. শিরোনামের নম্বর দেওয়া হয়েছে।
৮. অধ্যায় এবং অনুচ্ছেদের সঙ্গে সঙ্গে মতনের পৃষ্ঠা নম্বার দেওয়া হয়েছে।
নিচে দরসে তিরমিযী ৩য় খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আনোয়ার লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | তিরমিযী হাদীস এর ব্যাখ্যা গ্রন্থ |
বইয়ের সাইজঃ | 20.0 MB |
প্রকাশ সাল | ২০১১ সাল |
বইয়ের লেখকঃ | মুফতি তাকি উসমানী |
বইয়ের অনুবাদকঃ | মুহসিন আল জাবির |