দাওয়াতে দীন ও তার কর্মপন্থা pdf বই ডাউনলোড। একটা উল্লেখযোগ্য সময় ধরে ইসলামের প্রচার ও পতিষ্ঠার জন্য যেসব উপায় ও পন্থা মুসলমানদের মধ্যে প্রচলিত ও গৃহীত হয়ে আসছে, তাবলীগ প্রচার শব্দটি শুনা মাত্র লোকদের মন-মগজ ও চিন্তা-চেতনা স্বাভাবিক ভাবই সেদিকে ছুটে যায়। একটা দীর্ঘ সময়ের অনুশীলন যখন কোন কাজের জন্য কোন কর্মপন্থাকে সুপরিচিত করে দেয়, তখন হৃদয়ের ওপর এর ছাপ এমন ভাবে বসে যায় যে,লোকেরা তা থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু চিন্তা করতে পারে না।
এই কাজ আঞ্জাম দেয়ার জন্য ঐ কর্মপন্থাকেই সম্পূর্ণ রূপে প্রকৃতিগত পন্থা বলে ধরে নেয়া হয়। যে ব্যক্তিই এই কাজ করতে অগ্রসর হন তিনিও এই পন্থাই অবলম্বন করেন। এমনকি কখনো কখনো কোন ব্যক্তি তা থেকে বেচেঁ থাকার সংকল্প নিয়ে ঘর থেকে বের হয়।
আরও দেখুনঃ কোমল হৃদয়ের ক্রন্দন pdf বই ডাউনলোড
কিন্তু পথ চলতে চলতে পাও আবার সেদিকেই ফসকে যায় যা থেকে বাচাঁর জন্য সে সংকল্প নিয়ে ঘর থেকে বের হয়েছিল। এজন্য সর্বপ্রথম তাবলীগের বর্তমান পন্থার ভ্রান্তি সমূহ সংক্ষেপে বর্ণনা করা প্রয়োজন। আমাদের মতে তাবলীগের প্রচলিত পন্থায় জ্ঞানগত এবং কার্যগত উভয়বিধ ভ্রান্তি রয়েছে। অন্য কথার বুঝানো যেতে পারে যে, তাবলীগের এই পন্থা দার্শনিক দিক থেকেও ভ্রান্ত।
দাওয়াত হচ্ছে দ্বীনের পথে আনা…!! সকল খারাপ কাজ থেকে..!!
এবং কর্মপন্থার দিক থেকে ভ্রান্ত। অতএব এই কারণে ইসলামের তাবলীগের নামে এ পর্যন্ত যত পদক্ষেপ নেয়া হয়েছে তা অধিকাংশ ক্ষেত্রে উদ্দেশ্যের দিক থেকে কেবল নিষ্ফলই প্রমাণিত হয়নি, বরং এর দ্বারা ইসলামের দাওয়াতের যথেষ্ট ক্ষতিও হয়েছে। আমরা প্রথমে এই পন্থার তাত্ত্বগত ত্রুটি সমুহের দিকে ইংগিত করব।
আরও দেখুনঃ বর্ষবরণ pdf বই ডাউনলোড
ইসলামকে পেশ করতে গিয়ে আজ পর্যন্ত সবচেয় বড় ভূল যা করা হয়েচে তা হচ্ছে এই যে, দাওয়াত পেশকারীগণ নিজেদের এবং ইসলামের সঠিক ভূমিকা অনুধাবণ করতে পারেননি। এ কারণে তারা ইসলামকে ঠিক সেভাবে তুলে ধরতে পারেনি যেভাবে কুরআন তা মানব জাতির সামনে তুলে ধরেছিল। কুরআন মজীদ ইসলামকে এভাবে উপস্থাপন করেছে যে, সৃষ্টির সূচনা থেকে ইসলামই হচ্ছে আল্লাহর মনোনীত দীন। যখনই এবং যে জাতির কাছে আল্লাহ তায়ালা কোন নবী পাঠিয়েছেন এই দীন সহকারেই পাঠিয়েছেন।
আরও দেখুনঃ। জিভের আপদ pdf বই ডাউনলোড
নিচে দাওয়াতে দীন ও তার কর্মপন্থা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আধুনিক প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 6.6 MB প্রকাশ সালঃ ১৯৯৫ ইং বইয়ের লেখকঃ মাওলানা আমিন আহসান ইসলাহি অনুবাদঃ মুহাম্মদ মূসাডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ