দাজ্জালের স্বঘোষিত অনুসারীরা
দাজ্জালের স্বঘোষিত অনুসারীরা pdf বই ডাউনলোড। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান অপবিজ্ঞানীগণ পুরোপুরি ভাবেই হিন্দুবৌদ্ধ শাস্ত্র থেকে এনেছিলেন। এর মূল অরিজন ইরাকের বাবেল শহর। শুনতে অবিশ্বাস্য লাগলে এটা সত্য যে ধ্যানও যাদুবিদ্যারই অংশ।
HP Blavastsky, Alice bailey দের প্রচেষ্টায় প্রাচীন ব্যবিলনিয়ান মানিস্টিক সর্বেশ্বরবাদী রসহ্যবাদকে সারা বিশ্বে দাজ্জাল আগমনের প্রস্ততি হিসেবে ছড়ানো হয়। সকল ধর্মগুলোর মৌলবাদীতা বাদ দিয়ে মানবতার ঐকের জন্য বাহ্য শান্তিপ্রতিষ্ঠা এ লক্ষ্যে বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশন কাজ করছে।
আরও দেখুনঃ কুরআনুল কারীম হিফজ পদ্ধতি pdf বই ডাউনলোড
তাদের উপরে আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় এসোটেরিক মুভমেন্ট গুলো আছে। সেসব অধিকাংশ আমেরিকা, ইজরাইল ও ভারতকেন্দ্রিক আন্তর্জাতিক অনেক বড় বড় যোগ সাধনার ইন্সটিটিউটগুলোকে জাতিসংঘ আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছে । সব ধরণের পৃষ্ঠপোষকতার মূল ভুমিকাতেই আছে জাতিসংঘ।
আধ্যাত্মবাদী সকল দলগুলোর আকিদা দর্শন অভিন্ন। ইবলিসের উপাসক Alister Crowleyর Thelma ধর্ম, witchcraft এর জন্য wicca ধর্মগুলোর আকিদা যা, ঠিক তা-ই কোয়ান্টাম স্পিরিচুয়ালিস্টিক যোগসাধনার দল-সংগঠন/ ধর্মগুলো লালন করে থাকে। সিক্রেট সোসাইচিঃফ্রিম্যাসনের আকিদা-দর্শন যা এই কোয়ান্টাম ফাউন্ডেশন,সিলভা ম্যাথড।
আরও দেখুনঃ হিন্দু বোনকে ইসলামের দাওয়াত pdf বই ডাউনলোড
রেইকি, ব্রাক্ষণকুমারী, আন্দন্দমর্গ, ইস্কন, নিউ থট, কিউ এজ প্রভৃতি সংগঠন গুলোর প্রচারিত মৌলিক আকিদাও তাই। সুফিবাদের আকিদাগত মুল শিক্ষা ও সেটাই । যাদুকর পিথাগোরাস এই আকিদারই প্রচার করতেন হাজার বছর আগে।
এটা কাব্বালারই মুল ওয়ার্ল্ডভিউ। ওরা শেখায়, যে কেউই যেকোন ধর্মে অবস্থান করে স্রষ্টার সাথে সম্পর্ক করা যায়। সৃষ্টি স্রষ্টার অস্তিত্বে পার্থক্য নেই। মানুষকে সাধনার দ্বারা এনলাইটমেন্ট (সিদ্ধি)archive করতে হবে, তাহলে মানুষ স্রষ্টার সমমানে পৌছায় । স্রষ্টার সাথে মিশে যায়। এজন্য অনেকে আনাল হক্ক শব্দদ্বয় উচ্চারণ করে। এমতাবস্থায় মানুষ সৃষ্টিস্রষ্টার একক অস্তিত্ব অনুভব করতে সমর্থ হয়।
আরও দেখুনঃ ইসলামের নামে জঙ্গিবাদ পর্যালোচনা pdf বই ডাউনলোড
নিচে দাজ্জালের স্বঘোষিত অনুসারীরা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.89 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আল ইমরান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ