দাজ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু pdf বই ডাউনলোড। হযরত ইমরান ইবনে হুসাইন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন, হযরত আদম আলাইহিস সালাম এর জন্ম হতে মহাপ্রলয় পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের বিপর্যয় ও ফিতনার চেয়ে বিরাট ফিতনা আর কোনো কিছুই হবে না।(মুসলিম)।
দাজ্জালের আলোচনা উম্মতের জন্য একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখে থাকবেন, মুসলিম পরিবারগুলোতে মায়েরা যখন তাদের সন্তানদের অন্যান্য ইসলামী আকিদা ও বুনিয়াদি শিক্ষা সম্পর্কে জ্ঞানদান করেন, তখন দাজ্জাল বিষয়েও ধারণা দেওয়ার চেষ্টা করেন।
আরও দেখুনঃ দাইউস জান্নাতে প্রবেশ করবে না pdf বই ডাউনলোড
আপনি যখন ছোট ছিলেন, তখন শৈশবেই আপনার মায়ের জবাবে আপনাকে দাজ্জালের ভয়ানক চিত্র আপনার কচি মাথায ঢুকিয়ে দেওয়া হয়ে থাকবে। এটি মুসলিম জাতির মায়েদের সেই প্রশিক্ষণ ছিল, যা সন্তানদেরকে ইসলামী বোধ-বিশ্বাস থেকে বিচ্যুত হতে দিত না। কিন্তু এখন সম্ভবত অবস্থা পাল্টে যাচ্ছে এবং জাহেলী সভ্যতা আজকের মায়েদের কে এই গুরুত্বপূর্ণ জিম্মাদারি থেকে অনেক উদাসীন করে দিয়েছে।
তাছাড়া দাজ্জালের আবির্ভাবের যতগুলো লক্ষণ আছে, তার একটি লক্ষণ হল, সে সময় মানুষ দাজ্জালের আলোচনা ভূলে যাবে। কাজেই আপনি যদি নিজেকেও পরিবারে সদস্যদেরকে দাজ্জালের ফেতান থেকে রক্ষা করার ইচ্চা রাখেন, তাহলে এর জন্য ঘরে ঘরে দাজ্জালের আলোচনা অত্যন্ত জরুরী।
আরও দেখুনঃ রমযান মাসের ঐতিহাসিক ঘটনাবলী pdf বই ডাউনলোড
যাতে আপনাদের কোলে বেড়ে ওঠা বংশধর তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু দাজ্জাল সম্পর্কে শৈশব থেকেই সম্যক ধারণা অর্জন করতে পারে। দাজ্জাল সম্পর্কে ইহুদীর দৃষ্টিভঙ্গি হল, সে ইহুদীদের সম্রাট হবে। সকল ইহুদীকে বাইতুল মুকাদ্দাসে আবাদ প্রতিষ্ঠিত করবে। সমগ্র বিশ্বের উপর ইহুদীদের রাজত্ব প্রতিষ্ঠিত করবে।
পৃথিবীতে ইহুদীদের জন্য শঙ্কা অবশিষ্ট থাকবে না। সকল সন্ত্রাসবাদী কে নির্মূল করে ফেলবে এবং সর্বত্র শান্তি, নিরাপত্তা ও সুবিচারের রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাদের ধর্মীয় গ্রন্থ ইজাখিলে আছেঃ হে ইহুদিকন্যা তুমি আনন্দের সাথে চিৎকার দাও। ওহে জেরুজালেমের কন্যা, তুমি খুশিতে বাগবাগ হয়ে যাও।
আরও দেখুনঃ বিয়ের উপহার pdf বই ডাউনলোড
নিচে দাজ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ফিৎনা বিষয়ক বইয়ের সাইজঃ 5.59 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ