দালিলুল মুসলিম
দালিলুল মুসলিম pdf বই ডাউনলোড। আল্লাহ, তারঁ ফেরেশতামন্ডলি, আসমানি কিতাবসমূহ, রাসুলগণ কিয়ামত দিসব ও ভগ্যের ভাল-মন্দের প্রতি বিশ্বাস করা প্রত্যেক মুসলমানদের উপর ওয়াজীব।
আল ঈমান বিল্লাহঃ আল্লাহ প্রতি বিশ্বাসঃ আল্লাহ তায়ালার রুবুবিয়াতের প্রতি ঈমান আনা অর্থাৎ, মহান আল্লাহ পাক একমাত্র সৃষ্টিকর্তা, প্রতিপালনক বিশ্বজাহানের অধিপতি ও সর্ববিষয়ের তত্ববধায়ক এই কথার প্রতি বিশ্বাস করা । আল্লাহকে একক স্রষ্টা হিসাবে মেনে নেওয়া।
আরও দেখুনঃ দ্বীনে অবিচল থাকার উপায় pdf বই ডাউনলোড
এপ্রসংগে আল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি? যে তোমাদেরকে আসমান ও জমীন থেকে রিযিক দান করেন? (সুরা আল- ফাতির ৩) শুধুমাত্র আল্লাহকেই আসমান ও যমীনের মালিক হিসাবে মেনে নেওয়া।
আল্লাহ বলেন, অর্থাৎ আর এক মাত্র আল্লাহর জন্যই হল যমীনের বাদশাহী, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাশীল। (আলে ইমরান ১৮৯) কেবল মাত্র আল্লাহকেই যাবতীয় কর্ম সম্পাদনের ব্যবস্থাপক হিসেবে বিশ্বাস করা। আল্লাহ বলেন, অর্থাৎ, হে নবী তুমি জিজ্ঞেস কর, কে তোমাদেরকে আসমান ও যমীন থেকে রুজি দান করেন? কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তা ছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন?।
আরও দেখুনঃ ইসলামি জিবন পদ্ধতি pdf বই ডাউনলোড
এবং কেইবা মৃত্যুকে জীবিতের মধ্যে থেকে বের করেন? এবং কে করেন যাবতীয় কর্ম সম্পাদনের ব্যবস্থা? তখন তারা বলে উঠবে, আল্লাহ । তখন তুমি বলো, তার পরও কেন তোমরা ভয় করছ না? তাই এ আল্লাহ-ই তোমাদের প্রকৃত পালনকর্তা। অতএব সত্য প্রকাশের পর গুমরাহী ছাড়া আর কি রয়েছে ? সুতরাং কোথায় ঘুরছ? (সুরা ইউনুছ ৩১-৩২)।
আল্লাহর উলুহিয়াতের প্রতি ঈমানঃ অর্থাৎ, একমাত্র আল্লাহ-ই প্রকৃত মাবুদ, তিনি ব্যতীত সকল মাবুদই বাতেল এবং একমাত্র আল্লাহ-ই সকল ইবাদত পাওয়ার অধিকারী এ কথার প্রতি বিশ্বাস করা । মহান আল্লাহ বলেন, অর্থাৎ, ইহাই প্রমাণ করে যে, আল্লাহই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে সবই মিথ্যা। আল্লাহ সর্বোচ্চ, সুমহান (সুরা লোকমান-৩০)।
আরও দেখুনঃ আল্লাহর ভয়ে কান্না pdf বই ডাউনলোড
নিচে দালিলুল মুসলিম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.00 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আশশেখ আব্দুর করীম বিন আব্দুল মাজিয অনুবাদঃ আব্দুল হাই-গংডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ