দাসী না পতিতা ?
দাসী না পতিতা ? pdf বই ডাউনলোড। অতঃপর আল্লাহ তায়ালা বলেন, আর যদি তোমরা ভয় কর যে, এতীম মেয়েদের হক যথার্থভাবে পূরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভাল লাগে তাদের বিয়ে করে নাও দুই,তিন, কিংবা চারটি পর্যন্ত।
আর যদি এরূপ আশষ্কা কর যে, তাদের মধ্যে ন্যায় সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটিই অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে; এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- টুপি বিষয়ক রিসালা pdf বই ডাউনলোড
- ইস্তিসহাদি pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোড
- আজাদীর ধোকাঁ pdf বই ডাউনলোডৎ
- ঈমান ভঙ্গের কারণসমূহ pdf বই ডাউনলোড
তিনি আরও বলেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ , তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তারঁ বিশ্বাসী বান্দাদের সম্পর্কে তিনি আরও বলেন এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযদ না রাখলে তারা তিরস্কৃত হবে না।তিনি তারঁ মুমিন বান্দাদের মহিলা দাসীদেরকে বিয়ে করতে উৎসাহ দেন (যদি তারা মুক্ত মহিলাকে বিয়ের সামর্থ্য না রাখে) এবং সম্ভ্রান্ত বংশের মুক্ত মহিলার থেকে মুমিন দাসীদের কে বেশি প্রাধান্য দেন, তিনি বলেন, অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম। [আল -বাকারাঃ২২১]
ডান হাতের অধিকার (মুল্ক আল-ইয়ামিন) হল মহিলা বন্দী যাদের দাসত্বের কারণে তাদের স্বামী থেকে বিচ্ছেদ ঘটে। তারা ঐ ব্যক্তির জন্যে হালাল হয়ে যায় যে তাদের মালিক হয়ে যায়, এমনকি যদি ঐ মহিলার যুদ্ধরত স্বামী তাকে তালাকের ঘোষনা নাও দেয়।সাইদ ইবনে জুবাইর থেকে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহ বলেন,
যেকোনো বিবাহিত মহিলার কাছে যাওয়া ব্যভিচার শুধু ঐ মহিলা ব্যতীত যে দাসী । [আল -হাকিম] এটা বর্ণনা করেন এবং বলেন এটা বুখারী ও মুসলিম অনুসারে সহীহ হাদিস। সাবী (যুদ্ধের মাধ্যমে দাসী পাওয়া ) একটি মহৎ নবীওয়ালা সুন্নাত যার অনেক পবিত্র হিকমা ও ধর্মীয় উপকার রয়েছে,
নিচে দাসী না পতিতা ? pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল হায়াতি মিডিয়া সেন্টার বইয়ের ধরণঃ ইসলামিক বই বইয়ের সাইজঃ 7.75 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ উম্মে সুমাইয়াহ আল-মুহাজিরাহ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ