দিনের আলো বা ঝগড়া মিমাংসা pdf বই ডাউনলোড। উক্ত পড়নে ওয়ালার প্রতি শরা অনুযায়ী তাহা গ্রহণ করা জায়েছ হইবে। যথা—আবুদাউদ কেতাবে লিখিত আছে :- “এবনে সায়েদী হইতে বর্ণিত আছে যে, ভিনি বলিয়াছেন, “হজর ওমার (রাঃ ) আমাকে জাকাত আদায়ের কার্য্যে নিযুক্ত করিয়াছিলেন। অনন্তর আমি যখন উক্ত কার্য্য হইতে অবসর প্রাপ্ত হইলাম এবং উত্ত জাকাত হজরত ওমার ( রাঃ ) নিকট পৌঁছাইয়া দিলাম ।
হুজরত ওমর ( রাঃ ) আমার উক্ত কার্য্যের মজুরি লইতে আমাকে আদেশ করিলেন। আমি বলিলাম যে, ( আমি একাৰ্য্য ) অন্য কোন আশায় করি নাই। ( কেবলমাত্র ) আল্লাহতায়ালার ( সন্তুষ্টির ) জন্য করিয়াছি। এবং (আমার উক্ত কার্য্যের ) মজুরি আল্লাহতায়ালার নিকট ( আছে ) ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
হজরত ওমা (রাঃ) বলিলেন যাহা তোমাকে দেওয়া হইবে তাহা তুমি গ্রহণ কর কারণ সত্য সত্যই তোমাকে বলিতেছি যে, আমি হজরত রসুলে করি ( সাঃ ) এর জামানায় জাকাত আদায়ের কার্য্যে নিযুক্ত ছিলাম, হজর আমার উক্ত কার্য্যের মজুরি ( আমাকে ) দিয়াছিলেন । অতএব আমি ( হজরতকে তোমার উল্লিখিত) বাক্যের ন্যায় বলিয়াছিলাম যে, ( একাই আমি খোদার ওয়াস্তে করিয়াছি এবং ইহার মজুরি আল্লার উপর অর্পি আছে ) ।
এই হাসি এবং পূর্বোক্ত হাদিসের প্রকাশ অর্থের দ্বারা জামা যাই তেছে যে, ( যদি ) বিনা চাওয়াতে কিম্বা ঐ দ্রব্যের বিনা আশায় কেহ কাহাকে কিছু দান করে, তবে ঐ ব্যক্তির প্রতি তাহা গ্রহণ করা ওয়া জেব। ইমাম আহমদ ও অন্যান্য আলেমগণের এই মত এবং অধিকাংশ আলেম মোস্তাহাব বা মোবাহ বলিয়া
মের্কাতের মধ্যে লিখিত আছে ان احق ما تخذتم عليه اجرا كتاب الله *
“তোমরা যে দ্রব্যের উপর মজুরি গ্রহণ করিয়া থাক, তন্মধ্যে কোর- আন শরিফের মজুরি গ্রহণ করা অবশ্য কৰ্ত্তব্য।” এই হাদিস সম্বন্ধে মের্কাতে মোল্ল| আলি কারি ( রাঃ ) সাহেব লিখিয়াছেন।
নিচে দিনের আলো বা ঝগড়া মিমাংসা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বাংলা হাদিস বই |
বইয়ের সাইজঃ | 16 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |