দুই সুলতান pdf বই ডাউনলোড। গুমোট আবহাওয়া। কোথাও সামান্যতম বাতাসের প্রবাহ নেই। নিস্তরঙ্গ নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলেছে একটি বজরা। রঙ-বেরঙের নক্সা আকাঁ হয়েছে বজরাটিতে। নানা রঙের ফুল, পালক ও কাপড় দিয়ে সাজানো হয়েছে সেটি। দেখেই বোঝা যায়, বিয়ে যাচ্ছে। বর, কনে, বরের আত্মীয়-স্বজন ও বন্ধুরা চলেছে বজরাটিতে।
বরযাত্রীরা ফেরার পথে আমোদ-ফুর্তিতে মতোয়ারা হয়ে পড়েছে। উন্মক্ত হয়ে পড়েছে বলাই বোধ হয় বেশি যুক্তি সঙ্গত। একদন চিৎকার করে গান গাচ্ছে। আরেক দল উদ্দাম নেচে চলেছে। অন্য একদল সবচেয়ে বেসামাল। সিদ্ধি খেয়ে বুদ্ধি লোপ পেয়েছে ওদের।
আরও দেখুনঃ আফ্রিকার দুলহান pdf বই ডাউনলোড
ওরা বাদকদের নিকট থেকে ঢোল-বাশিঁ কেড়ে নিয়ে গণণবিদারী শব্দে বাজিয়ে চলেছে। আকাশের দিকে লক্ষ্য করার গরজ নেই কারো। থাকলে ওরা দেখত, ঈমান কোণে এক টুকরো কালো মেঘ দ্রুত বিস্তার লাভ করছে। আকাশ বাতাস বা প্রকৃতি বর-কনের স্বপ্ন রচনায় কোনই বাধ সাধেনি।
বজরার কামরায় মুখোমুখি বসে আছে ওরা। উভয়ের চোখে মুগ্ধ দৃষ্টি। স্বপ্নের সাম্পান বেয়ে ওরা চলেছে সুদূরের কোন কল্পরাজ্যে। সেখানে ফুরফুরে বাতাসের অবিরাম প্রবাহ। সূর্যর হাসি অমলিন-তাপহীন স্বচ্ছতোয়া নদীর ছোট ছোট ঢেউয়ে মণি-মুক্তার ঝিলিক।
আরও দেখুনঃ অপারেশন তেলআবিব pdf বই ডাউনলোড
কলকলিয়ে হেসে ঝর্ণার লাফিয়ে চলা। পাহাড়-প্রান্তরে নতুন পত্র- পল্লবের সবুজ ছোপ। গাছে গাছে টকটকে লাল ফুল আর সোনারঙ ফলের সুরভিত সওগাত। চারিদিকে শুধু সৌন্দর্য আর শান্তি। সেই স্বপ্নরাজ্যে ওরা রাজা আর রানী। কোন প্রজা নেই পাখপাখালি, প্রজাপতি, হরিণ, মেষপাল আর কাঠবেড়ালী ছাড়া। স্বপ্নমদির চোখে বর চেয়ে আছে তার বালিকা বধুর চেহারার দিকে।
কনে মাঝে মাঝে লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে। সে যতবার চোরা চোখে তার স্বামীর পৌরুষদীপ্ত চেহারা দেখতে চেয়েছে, ততবারই ধরা পড়ে গেছে। সে দেখেছে, তার স্বামী তারই দিকে চেয়ে আছে। এতে সে যেমন লজ্জা পেয়েছে, তেমনি পুলকিতও হয়েছে। বালিকাসুলভ চপলতায় সে হেসে উঠে দুহাতে মুখ ঢেকেছে। বরটি তার বধুর মুখ থেকে হাত সরাতে চেষ্টা করেছে: আর বধুটি আলো শক্ত করে মুখ ঢেকেছে।
আরও দেখুনঃ জিহাদের কাফেলা pdf বই ডাউনলোড
নিচে দুই সুলতান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলা সাহিত্য পরিষদ বইয়ের ধরণঃ ইসলামিক বইয়ের সাইজঃ 4.02 MB প্রকাশ সালঃ ২০০৪ বইয়ের লেখকঃ জামান সাদি অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ ).push({});