দ্বীনী বিষয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি pdf বই ডাউনলোড। জিহাদের শাব্দিক অর্থ হল কষ্ট, চেষ্টা। আল্লাহ তা’আলার দ্বীনের জন্য যে কোন প্রকার কষ্ট-প্রচেষ্টা করাকে শাব্দিকভাবে জিহাদ বলা হয়। কিন্তু পরিভাষায় জিহাদ বলা হয় এমন আমলকে যাতে শত্রু বা কাফিরের মুকাবিলায় যুদ্ধ করা হয়। চাই তা আত্মরক্ষামূলক হোক বা আক্রমণাত্মক হোক। উভয়ই জিহাদের পারিভাষিক অর্থের অন্তর্ভুক্ত। উভয়ই ইসলামী শরীয়ত অনুমোদিত ।
খ্রিষ্টানদের শোচনীয় পরাজয়!! আপনারা অবশ্যই জানেন, দীর্ঘকাল ধরে খ্রিষ্টানজগত মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে আসছে। ইসলাম যখন আরবের সীমানা পেড়িয়ে সামনে অগ্রসর হল । সর্বপ্রথম রোম সম্রাটের সাথে মুসলমানদের মুকাবিলা হয়। সে সময় মুসলমানদের হাতে রোম সাম্রাজ্যের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ফলে খ্রিষ্টানরা মুসলমানদের ঘোর শত্রু হয়ে দাঁড়ায়। শুরু হয় মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে ক্রুসেড তথা ধর্মযুদ্ধ। অবশেষে সুলতান সালাহুদ্দীন আইয়ূবী রহ. (মৃ. ৫৮১ হিজরী) নুরুদ্দীন জঙ্গী রহ. (মৃ. ৫৬৪ হিজরী) ও ইমাদুদ্দীন জঙ্গী রহ. (মৃ. ৫৪১ হিজরী) খ্রিষ্টানদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
ক্রুসেডের পরিচয়!!
আমাদের নিকট জিহাদ একটি ইবাদত। জিহাদে অংশগ্রহণ করা, তাতে শহীদ হওয়া সম্পর্কে কোরআন হাদীসে পুণ্য ও ছাওয়াবের প্রতিশ্রুতি রয়েছে। এ উত্তম প্রতিদান ও পুণ্য অর্জনের জন্যই মুসলমানগণ কাফেরদের মুকাবিলায় জিহাদে অংশগ্রহণ করেন। পক্ষান্তরে খ্রিষ্টানদের নিকট জিহাদ কোন ইবাদত ছিল না, বরং তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিলের শিক্ষা হল, যদি কেউ তোমার এক গালে চড় মারে, তাহলে তুমি তার সামনে তোমার অপর গাল এগিয়ে দাও। এজন্যে খ্রিষ্টধর্মে জিহাদ বা যুদ্ধের
কল্পনাই করা হত না । কিন্তু যখন মুসলমানদের মুকাবিলার প্রয়োজন দেখা দিল, তখন তারা ক্রুসেড, ধর্মযুদ্ধ ও পবিত্র যুদ্ধের নামে কিছু পরিভাষা তৈরী করে নিল। তাদের ধর্মগুরু পোপ খ্রিষ্টান জগতে ঘোষণা করল, এ যাবত আমরা তো একথা বলে আসছিলাম যদি কেউ তোমার এক গালে চড় মারে, তাহলে তুমি তার সামনে তোমার অপর গাল এগিয়ে দাও ।
কিন্তু এখন মুসলমানদের মুকাবিলায় আমরা যে যুদ্ধ করব, তা আমাদের ধর্মীয় যুদ্ধ ও পবিত্র যুদ্ধ। পাশাপাশি এ ঘোষণাও দিল, যে ব্যক্তি এ যুদ্ধে অংশগ্রহণ করবে সে সম্মানিত। যে যুদ্ধের জন্য চাঁদা দেবে, চাঁদা বাক্সে পড়ার পূর্বেই সে জান্নাতী হয়ে যাবে। এ জাতীয় ঘোষণার ভিত্তিতেই শুরু
হয় ক্রুসেড। দীর্ঘকাল খ্রিষ্টানরা এ যুদ্ধ অব্যহত রাখে। হামলার পর হামলা চালাতে থাকে। কিন্তু সম্মুখ যুদ্ধে সফলতার মুখ দেখা তাদের ভাগ্যে জুটেনি।
নিচে দ্বীনী বিষয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইদরীসিয়া কুতুব খানা |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.57 MB |
প্রকাশ সাল | ২০১১ সাল |
বইয়ের লেখকঃ | শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মহিউদ্দিন আহমদ |