দ্যা গ্রেটেস্ট ন্যাশন-২য় খন্ড
দ্যা গ্রেটেস্ট ন্যাশন-২য় খন্ড pdf বই ডাউনলোড। সুফিয়ান বিন আবদুল্লাহ আস-সাকাফি রাঃ থেকে বর্ণিত হয়েছেঃ আমি একবার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট গিয়ে বললাম ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম),আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি চূড়ান্ত কথা বলুন যে সম্পর্কে আমার আপনার পরে (অন্য বর্ণনায় রয়েছে-আপনি ছাড়া) আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, বল আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এবং এরপর এর উপর ইস্তিকামা অবলম্বন করো (দৃঢ় ও অবিচল থাকো)।
আরও দেখুনঃ দ্যা গ্রেটেস্ট ন্যাশন-১ম খন্ড pdf বই ডাউনলোড
হাদিসটির ব্যাখা সুফিয়ান বিন আবদুল্লাহ আস-সাকাফি রাঃ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে যা জানতে চেয়েছিলেন ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি চূড়ান্ত কথা বলুন যে সম্পর্কে আমার আপনার পরে (অণ্য বর্ণনায় রয়েছে -আপনি ছাড়া)
আর কউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। এর অর্থ হল, তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে থেকে এমন একটি ব্যাপক উপদেশ জানতে চেয়েছিলেন,যাতে করে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পরে তার আর কারো কাছে জানার প্রয়োজন না হয়।
আরও দেখুনঃ ওমর আল জাবিরের লেখা pdf বই ডাউনলোড
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন,বল-আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এবং এরপর এর উপর ইস্তিকামা অবলম্বন করো (দৃঢ় ও অবিচল থাকো)। এ হাদিসটি পাওয়ার যায় আল্লাহর এ পবিত্র বাণী থেকে নিঃসন্দেহে, যারা বলে আমাদের রব (একমাত্র) আল্লাহ; অতঃপর তারা ইস্তিকামা (আল্লাহ যেসব কাজ হারাম করেছেন ।
তা থেকে বিরত এবং যেসব কাজ আদেশ করেছেন সেগুলো মেনে চলার মাধ্যমে আল্লাহর একত্ববাদের উপর দৃঢ়ভাবে অবিচল থাকা) অবলম্বন করে, (তাদের কাছে (তাদের মৃত্যুর) সময়) ফেরেশতারা নাযিল হয়ে বলবে ভয় পেয়ে না দুঃখও করো না ! সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ব্যাপারে তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো ।
আরও দেখুনঃ শামের জিহাদ pdf বই ডাউনলোড
নিচে দ্যা গ্রেটেস্ট ন্যাশন-২য় খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 20.7 MB প্রকাশ সালঃ 2016 ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ