দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন pdf বই ডাউনলোড। যারা ভাগ্যবান তাদের সৌভাগ্যের বিস্তৃতির ব্যাপারে ভবিষ্যদ্বাণী করার দরকার হয় না। তাদের ইউফ্রেটিস নদীতে ডুবিয়ে দিলে সে হাতে পার্ল নিয়ে সাতার কেটে উঠে আসবে। ব্যাবিলনের প্রবাদ।। ভাগ্যবান হওয়ার আকাঙ্খা একটি সার্বজনীন সত্য।
চার হাজার বছর আগে প্রাচীন ব্যাবিলনে যেমন ছিলো আজও তা তেমনি মানুষের হৃদয়ে শক্ত অবস্থানে আছে। আমরা সবাই আশা করি যাতে স্রষ্টার ইচ্ছায় আমরা সম্পদশালি হয়ে উঠতে পারি। যদি কোনোভাবে স্রষ্টার শুধু মনোযোগ নয় এবং দয়ার আনুকূল্য পাওয়া যেতো! এমন কোনো পথ কি আছে যার মাধ্যমে সৌভাগ্যকে আকৃষ্ট করা যায়?।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
এটিই প্রাচীন ব্যাবিলনের লোকেরা জানতে চাইতো। তারা তা আবিষ্কার করে নেয়ার সিদ্ধান্ত নিলো। তারা ছিলো খুব চালাক এবং সূক্ষ্ম চিন্তার অধিকারী। এ কারণেই সেই সময়ে এই শহর ছিলো সবচেয়ে ধনী এবং শক্তিশালী। দূরবর্তী অতীতে সেখানে কোনো স্কুল-কলেজ ছিলো না। তথাপি সেখানে ছিলো শিক্ষা গ্রহণের একটি কেন্দ্র এবং তা ছিল খুবই প্রাকটিক্যাল। ব্যাবিলনের টাওয়ার বিল্ডিং-এর মধ্যে রাজপ্রসাদ, ঝুলন্ত বাগান এবং মন্দিরের সাথে ছিলো এর অবস্থান। ইতিহাসের বইতে এর খুব কমই উল্লেখ রয়েছে, তারপরও এটি তখনকার সময়ের মানুষের চিন্তায় ভালো প্রভাব ফেলে আসছিলো।
বিল্ডিংটা ছিলো জ্ঞানের মন্দির যেখানে অতীতের জ্ঞানের কথা অনেক শিক্ষকরা আলোচনা করতেন এবং জনপ্রিয় বিষয়গুলো নিয়ে উন্মুক্ত ফোরামে আলোচনা চলতো। এর দেয়ালের ভেতরে যারা মিলিত হতেন তারা সবাই ছিলেন সমান মর্যাদার। রাজপ্রসাদের প্রিন্সের মতামতের বিরোধিতা করতে পারতো একজন বিনয়ী দাস। যারা নিয়মিত টেম্পলে যেতেন তাদের মধ্যে আরকাদ নামের একজন জ্ঞানী, বয়স্ক লোক ছিলেন তাকে বলা হতো ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি।
তার নিজের জন্য একটি আলাদা হল ছিলো যেখানে প্রত্যেক বিকেলে অনেক লোক ভিড় করতো। এদের মধ্যে কেউ ছিলো বৃদ্ধ, কেউ কেউ তরুণ আবার বেশিরভাগ ছিলেন মধ্যবয়সী। তারা মিলিত হয়ে আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা, যুক্তিতর্কে লিপ্ত হতেন। যেমন আমরা শুনেছি কিন্তু সৌভাগ্যকে আকৃষ্ট করা যায়। সূর্য সবেমাত্র আগুনের এক লাল বলের মতো হয়ে অন্ত গিয়েছে আরকাদ তার প্লাটফর্মে পায়চারী করছিলেন।
পুরো চার কুড়ি মানুষ তার জন্য অপেক্ষা করছিলেন, তারা মেঝে পাতা কার্পেটের উপর বসে আরাম করছিলেন। আরো বেশি লোক তখনো অপেক্ষায় ছিলেন। আজ রাতে আমরা কি বিষয়ে আলোচনা করো? আরকাদ জানতে চাইলেন। একটু ইতন্তত করে লম্বা কাপড় পরা একজন প্রথা অনুযায়ী পাড়িয়ে বলতে থাকলেন।
নিচে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | অনুপ্রেরণা মুলক বিঢিও |
বইয়ের সাইজঃ | 2.7 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | জর্জ এস ক্লাসন |
বইয়ের অনুবাদকঃ |