5
(2)

ধ্বংসের দ্বারপ্রান্তে একবিংশ শতাব্দীর গনতন্ত্র pdf বই ডাউনলোড। সূরা আসর- কুরআনে কারীমের ছোট এ সূরা মানবজাতিকে অলসতা থেকে জাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। শুধু দরকার শোনার মতো কানের, বুঝার মতো হৃদয়ের, লাভ-লোকসান চিহিৃত করতে সক্ষম বিবেকেরও এবং মনোবৃত্তির আস্তরণ পড়েনি এমন চোখের এ সূরা প্রত্যেক মানুষকে আলাদাভাবে।

আলস্য ছেড়ে জেড়ে ওঠার আহবান জানাচ্ছে আবার সামাজিকভাবে প্রত্যেককে এমন এক কর্মপদ্ধতি শিখিয়ে দিচ্ছে, যা অনুসরণ করে যে কেউ মৌলিক চরিত্রাবলি ও উন্নত মননের অধিকারী হতে পারে। এ সূরা মানবজাতিকে এমন নীতি শিক্ষা দিচ্ছে।

আরও দেখুনঃ দাজ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু pdf বই ডাউনলোড

যাকে সম্বল করে অনগ্রসর ও অনুন্নত জাতিগোষ্ঠীও মর্যদা ও উন্নতির পথে হাটঁতে পারে। পক্ষান্তরে যা ছেড়ে দেওয়ার ফলে উন্নতির চরম শিখরে পৌছাঁ জাতিও অধঃপতনে পতিত হওয়া থেকে বাচঁতে পারে না। এ সূরা দুর্বলদেরকে সত্য বলতে সাহস যোগায় এবং সেই সত্যের জন্য নিজের সবকিছুকে সিবর্জন দিতে প্রেরণা যোগায়।

এ সূরা মুসলমানদের মাঝে ঈমান-অবিচলতার মশাল জ্বালায়। তাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করে সর্বদা আমলের জন্য উৎসাহিত করে। আর দুর্বল-অক্ষম মুসলমানদের মাঝে জাগায় আমলের অনুপ্রেরণা । এ সূরা দুর্বলদের অবিরাম প্রচেস্টা ও অবদান রাখার প্রতি উৎসাহিত করে বলে, তোমরাই পারবে লাঞ্ছনার অতল গহবরে তলিয়ে যাওয়া মানবতাকে মর্যাদা ও সম্মানের মহাসড়কে তুলে আনতে।

আরও দেখুনঃ দাইউস জান্নাতে প্রবেশ করবে না pdf বই ডাউনলোড

ধ্বংসের দ্বারপ্রান্তে দাড়াঁনো পৃথিবীকে সফলতার মুখ দেখাতে। তোমরাই পারবে মানুষকে শয়তানের ভাগাড় থেকে উদ্ধার করে রাহমানুর রাহীমের জান্নাতে পৌছেঁ দিতে। এ সূরা মুসলিম উম্মাহকে তথা পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তথা পরস্পরকে তাকীদ করে সবরের এর কথা স্মরণ করিয়ে দিয়ে।

ভবিষ্যতে মানবতার নেতৃত্ব ও মানবসমাজকে নিজেদের মতো করে রাঙ্গানো রহস্য বর্ণনা করছে। এ সূরার প্রত্যেকটি বাক্যকে অন্তরের কানে শোনো। কী বিশ্বাস ও আস্থায় তা পরিপূর্ণ! শত দুর্বলতা সত্ত্বেও এটি তার বিপরীত সব সভ্যতা-সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে ঘোষণা করছে-বাহি্যক সাফল্যপ্রাপ্ত সমস্ত সভ্যতাই ক্ষতিগ্রস্ত এবং চিন্তানৈতিক দৈন্যতার স্বীকার। 

আরও দেখুনঃ বোরকা ওড়না সাজসজ্জা pdf বই ডাউনলোড

নিচে ধ্বংসের দ্বারপ্রান্তে একবিংশ শতাব্দীর গনতন্ত্র  pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

 

ধ্বংসের দ্বারপ্রান্তে একবিংশ শতাব্দীর গনতন্ত্র pdf বই ডাউনলোড

প্রকাশকঃ  
বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক       
বইয়ের সাইজঃ 2.66 MB
প্রকাশ সালঃ   ইং
বইয়ের লেখকঃ মাওলানা আসেম উমর হাফিজাহুল্লাহ 
অনুবাদঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ

Join Our Facebook Group

বইটি সম্পর্কে আপনার মূল্যবান রেটিং দিন?

Click on star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this book.

As you found this post is useful...

Follow us on social media!

We are sorry that this book was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve our site?