ধ্বংসের পথে ভারত pdf বই ডাউনলোড। ভারত খুব দ্রুত ফ্যাসীবাদের দিকে ছুটে চলেছে। দক্ষিনপন্থী চরম নাৎসীদল আর এস এস মধ্যপন্থী ইন্দিরা কংগ্রেস এবং তথা- কথিত কম্যুনিষ্ট দলসমূহ সি পি এম ও সিপিআই সকলেই সচেতন বা অসচেতনভাবে দেশকে ফ্যাসীবাদের দিকে নিয়ে যাচ্ছে। এই ফ্যাসীবাদের মোহর শিক্ষার সব দলই অর্থাৎ কোন দলই এর ব্যতিক্রম নয়।
এই কারণেই ভারতের রাজনৈতিক দলসমূহ ক্রমশঃই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ভোটের প্রতি জনতার আস্থা নষ্ট হয়ে যাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। পার্লামেন্ট তার গুরুত্ব হারিয়েছে। মন্ত্রীদের কোন ক্ষমতাই নেই। পার্লামেন্ট প্রণীত আইনকানুন কোন কাজেই আসছেনা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব পিডিএফ ডাউনলোড
- বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতের প্রভাব pdf বই ডাউনলোড
- বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতের প্রভাব pdf বই ডাউনলোড
- ধ্বংসের দ্বারপ্রান্তে একবিংশ শতাব্দীর গনতন্ত্র pdf বই ডাউনলোড
- উল্টা বুঝিল রাম pdf বই ডাউনলোড
ব্রাক্ষণ্যবাদী ফ্যাসিষ্ট শক্তির যত রাগ ইতিহাসের উপর। এটা তাদের কঠিন গোড়াঁমী ও তজ্জনিত জেদ-হিংসা ও প্রতিশোধ স্পৃহার ফল। পাশ্চাত্য মূল্যবোধের যে ঔদার্য তাদের শক্তিশালী হবার কারণ সেই পাশ্চাত্য সভ্যতার যা কিছু মূল্যবান তারা তাকে বিদায় দিতে চায় পজিটিব সেকুলারিজিম এর নামে। এখানেই তারা থেমে থাকতে চায়নি। বিগত হাজার বছর ধরে ইসলামের সংস্পর্শে এসে ভারতীয় সভ্যতার যে আদল তৈরী হয়েছে তাকেও তারা নস্যাৎ করতে চায়, নস্যাৎ করতে চায় দু হাজার বছর ধরে ভারতে খৃষ্টান সভ্যতার যে অস্তিত্ব রয়েছে তাকেও ।
বৌদ্ধ প্রভাবকে তো তারা ধংস করেছেই। এভাবে তারা প্রাচীন কাল্প-নিক বৈদিক যুগের দিকে ফিরে যেতে চায় যেখানে ব্রাক্ষণরা হবে সর্বেসর্বা ও অন্যান্যরা হবে সেবাদাস। তারা অন্তহীন সংঘাতের দ্বার খুলে দিতে চায়। তাদের এই পরিকল্পিত অভিযানের ফলেই দেশ ভাগ হয়েছে, পাঞ্জাব সমস্যার মতো বহুতর সমস্যার সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে নাগা ও মিজো সমস্যা। দ্রাবিড় আন্দোলন ও ।
আলফার উদ্ভবের মূলেও তারা। কাষ্টওয়ারের উদ্ঘাতা তারাই। ভারত আজ রক্তাক্ত তাদের গোঁয়ার্তুমীর কারণেই। তারা প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধ চায়। তারা এক নতুন হিটলারের প্রতী-ক্ষায় রয়েছে ও তার জন্য ক্ষেত্র প্রস্তুত করে চলেছে। তাদের কার্য – কলাপের ফলে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা চিন্তিত ও আতঙ্কিত কারণ তাদের প্রচেষ্টার ফলে শুধু ভারতই ধ্বংস হবে না, ধ্বংস হবে মানব সভ্যতার যা কিছু মহৎ কল্যাণকর তার সব কিছুই ।
জনগণ যদি যথাসময়ে সবকিছু জানতে পারে তাহলে তারা সতর্ক হতে পারে এ মরণফাসঁ গলায় নাও পরতে পারে। তাই একে ব্যাপকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব জনগণকেই পালন করবেন এই আশা নিয়ে লেখক ইতি টানছে।
নিচে ধ্বংসের পথে ভারত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ইসলামিক বুক সেন্টার |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শেখ নাসির আহমদ |
অনুবাদঃ |