নজরের হেফাজত সফলতার হাতিয়ার pdf বই ডাউনলোড। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দৃষ্টিই যৌন লালসা উদ্বোধক। কাজেই এ দৃষ্টির নিয়ন্ত্রণ ও সংরক্ষণ মূলত যৌনাঙ্গেরই সংরক্ষণ।
তাছাড়া বর্তমানে ইন্টানেট ও স্যাটেলাইট প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুক্তচিন্তার নামে সর্বত্র নষ্টামি ও নোংরামির যে চর্চা শুরু হয়েছে, তা মানুষকে লাজ-শরম ভুলে অশ্লীলতা ও বেহায়াপনায় লিপ্ত করছে; যুবকদের দেহমনে লাগিয়ে দিচ্ছে যৌবনের আগুন। ফলে তারা আল্লাহর ইবাদত ও আনুগত্য থেকে দূরে সরে যাচ্ছে, নিমজ্জিত হচ্ছে সীমাহীন পাপাচারে। এসবের কারণ অনুসন্ধান করলে সর্বাগ্রে যে-হেতুটি পাওয়া যায়, তা হলো দৃষ্টির অসংযত ব্যবহার।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- সফলতার জন্য চাই উত্তম পরিকল্পনা pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত করুন pdf বই ডাউনলোড
- নবীয়ে রহমত pdf বই ডাউনলোড
- উন্নত জীবন pdf বই ডাউনলোড
কীভাবে করবেন নজরের হেফাজত! নজরের হেফাজত করলে কী পুরস্কার রয়েছে আপনার জন্য? বিপরীতে কুদৃষ্টির ফলে কী শাস্তি অপেক্ষা করছে, তারই অনবদ্য গ্রন্থনা নজরের হেফাজত: সফলতা হাতিয়ার। সত্যি বলতে কি, আদ্যোপান্ত পড়লে আপনার মনেও এই অনুভুতি জাগবে। আমার বিশ্বাস-কুরআন, হাদিস ও মনীষীদের বাণীতে সাজানো এ বইটি যে কাউকেই স্পর্শ করবে।
আল্লাহ ও তারঁ রাসূলের এ কথাগুলো হয়তো আপনারও পড়া হয়েছে, অথবা শোনা হয়েছে। আলিমদের মুখে মুখে। কিন্তু লেখক এখানে যে দরদ নিয়ে কথাগুলো বলেছেন, তা আমাকে ভীষণভাবে প্রকম্পিত করেছে। ফলে অনুবাদ করতে গিয়ে থেকে থেমে দুআ করেছি, আর এখন পাঠকদের জন্য দুআ করছি- আল্লাহ যেন আমাদের সকলকে এ কথাগুলোর ওপর আমল করার তাওফিক দান করেন।
সত্যি বলতে কি একজন পাঠক হিসেবে বইটি চোখে পড়ামাত্রই আমাকে থমকে দাঁড়াতে হয়েছিল। যদিও লেখক সম্পর্কে তখনও আমার কোনো অবগতি ছিল না। তবুও বইটির যতই পড়েছি ততই মুগ্ধ হয়েছি। লেখকের প্রতি, তার লিখনীর প্রতি। পরে মুহতারাম প্রকাশককে জানালে তিনি অনুবাদের ব্যাপারে সম্মতি জ্ঞানপ করেন। লেখক সম্পর্কে তার অবগতির কথাও বলেন। যা আমরা সংক্ষেপে তুলে ধরেছি।
সবশেষে, আল্লাহর যে বান্দারা তাঁকে ভয় করে এবং ভালোবেসে নজরের হেফাজত করতে চান, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে বারবার পদস্খলিত হোন, তাদের জন্য এ পুস্তিকাটি সাথে রাখা এবং বারবার পড়া খুবই উপকারী বলে মনে করছি।
নিচে নজরের হেফাজত সফলতার হাতিয়ার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মুহাম্মাদ পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. শাইখ মাহমুদ মিসরী |
অনুবাদকঃ | আল আমিন ফেরদৌস |