নট ফর সেল pdf বই ডাউনলোড। অধুনা নাগরিক সভ্যতায় বিনোদন মাত্রই দুষণ। বোকাবাক্সকে হারাবার জো নেই। বাইরে বেরুনোও হয় না। অথচ এমন একটা সময় ছিল যখন মানুষ কাজ থেকে বিরতি নিতে ছুটে যেত প্রকৃতির কাছে। আজকাল যখন কাজ আর পড়াশোনাতে পরিশ্রান্ত মানুষ জিজ্ঞেস করে, কী করব? তখন বলার মতো খুব বেশি উত্তর থাকে না। প্লেজার রিডিং বা আনন্দের জন্য পড়া সেইসব দামি কাজগুলোর মধ্যে একটি যা মানুষকে গতানুগতিকতা থেকে ছুটি দেয় আবার চিন্তাশীলতারও উন্মেষ ঘটায়।
পেয়ালার কোন অংশটা বেশি দামি? দেয়ান না ভেতরের ফাঁকা জায়গাটা ? পেয়ালার দেয়াল খাওয়া যায় না, তবে ভেতরের তরলটুকু খাওয়া যাবে না যদি দেয়ালটা না থাকে। আমাদের ভাবনাগুলো এই খালি জায়গাটার মতো। কিছু ভাবনা প্রদত্ত উপমাটির সমার্থক অন্তঃসারশূন্য। কিছু ভাবনা মানুষকে আলোর দিকে নেয়, কিছু ভাবনা অন্ধকারে। সবকিছু ঐ শব্দের দেয়ালেই ঘেরা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিদায় মাহে রমযান কিছু ভাবনা pdf বই ডাউনলোড
- আমার কিছু ভাবনা pdf বই ডাউনলোড
- সংসার ভাবনা pdf বই ডাউনলোড
- কিশোর মনে ভাবনা জাগে pdf বই ডাউনলোড
- কুরাআনি ভাবনা pdf বই ডাউনলোড
শব্দের ক্ষমতা কত তা বোঝার জন্য আমরা আল-কুরআনের দিকে তাকাতে পারি। আল্লাহর বেছে নেওয়া কিছু শব্দ মানুষকে যুগ যুগ ধরে পথ দেখাচ্ছে। এই শব্দমালার অলৌকিকতা মৃত মানুষ জীবিত করার চেয়েও শক্তিশালী, জলরাশিকে বিচ্ছিন্ন করার চেয়েও ক্ষমতাবান।
ধর্ম ছেড়ে যদি সেক্যলার জগতেও আসি, হাল জমানায় হিমু চরিত্রটি দিয়ে লেখক কত তরুণকে যেত মোহগ্রস্থ করলেন তার লেখাজোকা নেই। পাবনা পাগলাগারদে হিমু ওয়ার্ড আছে বলে শুনেছি। হিমুর লেখকের শব্দের জালে জড়িয়ে বিকারগ্রস্ত মানুষদের ঠিকানা নাকি এই ওয়ার্ডটি।
আমরা কামনা করি জাতীয় মানসিক সুস্থতা। চিন্তাশীলতা । সৃষ্টিশীলতা। এসব সেক্যুলার লেখক বুদ্ধিজীবীরা কীভাবে পৃথিবীকে দেখেন, তাদের বিশ্বাস-চেতনা কী-তা বর্তমান প্রজন্মের প্রায় সকলেরই জানা। তবে একজন বিশ্বাসী কীভাবে পৃথিবীকে দেখেন তা সেক্যুলার মধ্যাবিত্তরা জানে না।
বিশ্বাসী মানুষদেরও যে একটা আদর্শ ও নৈতিকতার শক্ত ধারা আছে তা সমাজের বহুলাংশের কাছে অজানা। নট ফর সেল- কোনো প্রচলিত ধারার ইসলামি বই নয়। মূলত এটি কোনো ইসলামি বই-ই নয়। এটি একজন বিশ্বাসী মানবীর লেখা একগুচ্ছ ভাবনা। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে নট ফর সেল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সিয়ান পাবলিকেশন লিঃ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.10 MB |
প্রকাশ সালঃ | ২০১৫ |
বইয়ের লেখকঃ | রেহনুমা বিনতে আনিস |
অনুবাদকঃ |