নবীজির সংসার pdf বই ডাউনলোড। স্ত্রীদের সাথে নবীজির আচরণ সর্বকালের সবার জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। নবীজির জীবনী পড়ে আমরা জানতে পারি, তিনি তাঁর স্ত্রীদের প্রতি খুবই দয়ালু ও সহনশীল ছিলেন। তারা তাঁকে ছাড়া তাদের জীবন কল্পনা করতে পারতেন না। এমনকি নবীজি একবার তাদের এ সুযোগও দিয়েছিলেন যে, তারা চাইলে তাঁর সাথে বিয়ের বন্ধন পারবে। এর কারণ ছিল উদারতা ও দানশীলতার কারণে নবীজি সময় জীবনযাপন করতেন। কিন্তু তারা তাঁকে ছেড়ে যাননি।
সম্পর্ক ছিল মধুর ও শ্রদ্ধাপূর্ণ। তাদের সাথে তাঁর থেকে মুক্ত হয়ে যেতে দারিদ্রের মাঝেই সব আল্লাহর রাসূল তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন। তিনি পুরুষদের নারীদের সাথে কল্যাণকামী আচরণ করতে উৎসাহ দিতেন। তিনি বলতেন, মুমিনদের মধ্যে সর্বোৎকৃষ্ট তারাই, যারা চরিত্রে উত্তম এবং যারা তাদের পরিবারের প্রতি করুণাময়। নবীজির পদাঙ্ক অনুসরণে আমাদের তেমন কোনো কষ্টই করা লাগে না, অথচ আমরা এর মাধ্যমে একইসাথে আল্লাহর পুরস্কার ও স্ত্রীদের প্রেম ও ভালোবাসা লাভ করতে পারি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
নবীজি * সবচেয়ে ন্যায়সঙ্গতভাবে মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে পারিবারিক সম্পর্ক গড়ে তোলার শিক্ষা দিয়েছেন। তিনি শিখিয়েছেন পারস্পরিক প্রেম, স্নেহ ও দয়ার দৃঢ় বন্ধনে সম্পর্কগুলো কীভাবে জুড়ে রাখতে হয়। তিনি যেমন শিখিয়েছেন স্বামী ও স্ত্রী উভয়েই বিয়ের বৈধ বন্ধনে আবদ্ধ হয়ে কীভাবে তাদের প্রকৃতিগত সহজাত কামনা ও ভালোবাসা লাভ করতে পারবে, তেমনি একই সাথে বিয়ের বাহিরে কামনা চরিতার্থ করার নিষিদ্ধ সব পথ সম্পর্কে সতর্ক করেছেন।
দম্পতির কোনো এক পক্ষের পক্ষপাতিত্বমূলক আচরণের সুযোগ না রেখে বরং উভয় পক্ষের স্বার্থ রক্ষার পথ বাতলে দিয়েছেন। এভাবে উভয় পক্ষকেই অপর পক্ষের শোষণ ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করেছেন। বিয়ের পর সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করার সব উপকরণই তিনি আমাদের শিখিয়েছেন।
অনেক সময় এমনও হয়, অনেক চেষ্টা করা সত্ত্বেও কোনো দম্পতির একসাথে স্বামী-স্ত্রী হিসেবে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে কোনো পক্ষেরই স্বার্থ ও অনুভূতিকে ক্ষতিগ্রস্ত না করে শান্তিপূর্ণভাবে বিয়ের দুর্গ ছেড়ে বের হয়ে আসার পথ রয়েছে। এ-ক্ষেত্রেও ইসলাম উভয়পক্ষের প্রতি সমানভাবে ন্যায়বিচার করেছে। দু পক্ষকেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কিংবা ইসলামী শরীয়া আইনের হস্তক্ষেপের সাহায্যে সম্পর্ক থেকে বের হয়ে আসার সমান সুযোগ দিয়েছে, যেন কোনো পক্ষের স্বার্থই অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
নিচে নবীজির সংসার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ এর সংসার বিষয়ক |
বইয়ের সাইজঃ | 31.20 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | শাইখ সালিহ আল মুনাজ্জিদ |
বইয়ের অনুবাদকঃ | আয়াতুল্লাহ নেওয়াজ |