নবী জীবনের গল্প pdf বই ডাউনলোড । কিছুদিন আগের কথা। ঘটা করে ফ্রান্স সরকার মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে উস্কে দিতে শুরু করলে সারা দুনিয়ার মুসলিমদেরকে। জীবনের চাইতেও যে মানুষটিকে বেশি ভালোবাসে এই উম্মাহ এবং যিনি সেই ভালোবাসা পাওয়ার পূর্ণ হকদার।
তার ব্যাপারে এমন নিন্দামন্দ সত্যিই বেদনাদায়ক! ফ্রান্স সহ তাদের সহযোগীদের এই কূটকৌশল যদিও বা নতুন কিছু নয়, তবু এমন ন্যাক্কারজনক ঘটনা নিঃসন্দেহে সকল ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।
ফ্রান্সের এই চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিপরীতে তীব্র হুংকার দিয়ে গর্জে ওঠে মুসলিম সম্প্রদায়। ‘বয়কট ফ্রান্স’ এবং ‘বয়কট ফ্রান্স প্রোডাক্টস’ – এর স্লোগান তারা ছড়িয়ে দেয় সারা দুনিয়ায়। পৃথিবীর প্রতিটি প্রান্ত তেকে মুসলিমরা দলে দলে যোগ সেই আহ্বানে।
আরিফ আজাদের আরও বই দেখুনঃ
- একটি সুন্নাতকে বাচাঁবো বলে pdf বই ডাউনলোড
- জীবন যেখানে যেমন pdf বই ডাউনলোড
- সাহাবায়ে কেরামের গল্প pdf বই ডাউনলোড
- সাহসী মানুষের গল্প ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- হাদীছের গল্প pdf বই ডাউনলোড
- আরিফ আজাদের কিছু অগ্রন্থিত লেখা pdf বই ডাউনলোড
- ষাঁড় নামা আরিফ আজাদ pdf বই ডাউনলোড
নবিজি সাঃ এর সম্মান নিয়ে কটুক্তি করায় এই যে আমাদের দারুণ এক প্রতিক্রিয়া – এটা নিঃসন্দেহে ঈমানের একটি বহিঃপ্রকাশ।
তবে দুঃখ এবং আশ্চর্য এর ব্যাপার হলো, ফ্রান্স ইস্যুতে আমরা যেভাবে আমাদের নবিপ্রেম প্রদর্শন করেছি, সেভাবে নবিপ্রেম যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনেও দেখাতে পারতাম, নববি জীবনকে যদি ধারণ করতে পারতাম আমাদের যাপিত জীবনে, নবিজির আদর্শকে ডদি বাস্তবায়ন করা যেতো জীবনের অলিতে-গলিতে, তাহলে দুনিয়া ও আখিরাতের কল্যাণের দরজা আমাদের জন্য উন্মুখ হয়ে যেতো।
কিন্তু কী আফসোস! নবিজি সাঃ এর অনুসৃত পথ এবং পদ্ধতিকে বাদ দিয়ে আমরা থিতু হয়েছি পশ্চিমা মত এবং পথে, যার গোঁড়া প্রোথিত রয়েছৈ নবিজিকে নিয়ে নানান সময়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা ওই ফ্রান্স কলোনিতে।
আমরা ফ্রান্সের পণ্য হয়তো বর্জন করেছি, কিন্তু মন ও মগজে তাদের যে বিষাক্ত বীজ বয়ে বেড়াচ্ছি প্রতিনিয়ত, তা বর্জনের কথা কোনোদিনও কি চিন্তা করেছি?
তাহলে সত্যিকার মুক্তি কীসে?
সত্যিকার মুক্তি আসলে নবিজি সাঃ এর জীবনের মাঝে। মাহমানবের সেই মহাজীবনকে নিজের ভেতরে ধারণ করতে পারার মাঝেই নিহিত প্রভূত কল্যাণ। ফ্রান্সের পণ্যের বিপরীতে বিকল্প পণ্য হয়তো দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে এবং তা অঢেল ও গুনে মানেও সেরা। কিন্তু নবিজি সাঃ এর জীবন অনুসরণ ব্যতিরেকে আমাদের সামনে অন্যকোনো পথ খোলা নেই।
আমরা কেবল তারই দেখানো পথ অনুসরণ করে পৌঁছাতে পারবো আমাদের পরম আকাঙ্খিত মানজিল – জান্নাতে।
নিচে নবী জীবনের গল্প pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সমকালীন প্রকাশন |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 57.7 MB |
প্রকাশ সালঃ | ২০২১ |
বইয়ের লেখকঃ | আরিফ আজাদ |
অনুবাদঃ |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।