নবী নন্দিনী pdf বই ডাউনলোড। এখান থেকেই তৈরী হ’য়ে যেতে হবে। সময় কখন শেষ হয় কে জানে। জন্ম মৃত্যুর মাঝখানে সামান্য জীবন। এ অনিশ্চিত জীবনের কোন্ মুহূর্তটি মূল্যবান নয়? অথচ প্রবৃত্তির অপরিণামদর্শী চিন্তাচেতনা আর শয়তানের সুকৌশলী ষড়যন্ত্রের ফাঁদে বন্দী আমরা কী নিশ্চিন্তে ক্ষয় করে চলেছি সময়, জীবন আমাদের চেতনায় চলেছে শীতের পাতাঝরা মওসুম।
বিশ্বাসের বসন্ত কই? সেই কবে থেকে মুখ থুবড়ে পড়ে আছে মানবতা। এ স্থবিরতার বাঁধ ভেঙ্গে বিজয়ের চিরন্তন পতাকা চিরউন্নত রাখতে হ’লে সমস্ত মানব সম্প্রদায়কে অবশ্যই মেনে নিতে হবে মহানবী মোহাম্মদ স. এর জীবনাদর্শকে। এ জীবনাদর্শ পূর্ণ, পরিণত, নির্ভুল। এ জীবনাদর্শ বিপ্লবাত্মক শক্তিতে ভরপুর। স্খলন, পতন এবং পরাজয় রোধ করতে হ’লে সমস্ত মানব সম্প্রদায়কে সমস্বরে উচ্চারণ করতেই হবে, ‘আখেরাতের কল্যাণ ছাড়া কল্যাণ নাই।’
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
শেষ নবী স. জীবনপাত ক’রে মানুষের জন্য অবশ্য অনুকরণীয় যে জামাতকে সত্যের মাপকাঠিরূপে গঠন করেছিলেন, তাঁরাই সম্মানিত সাহাবাবৃন্দ। তাঁদেরকে যাঁরা সত্যের মাপকাঠি হিসাবে জানেন এবং মানেন তাঁরাই হেদায়েতপ্রাপ্ত। আর তাদের দোষত্রুটি বর্ণনাকারীরা অভিশপ্ত। এই অভিশপ্ত ব্যক্তিদের জামাত যে খারেজী, রাফেজী এবং মওদুদী- সে কথাও আমাদের স্মরণ রাখতে হবে। তাদেরকে চিহ্নিত করা এবং প্রতিহত করার কাজটি যে আমাদের ঈমানী দায়িত্ব, সে কথা আমাদের ভুলে গেলে চলবে না ।
সাহাবাগণের জামাত যেমন হেদায়েতের নক্ষত্রতুল্য, রসুলে পাক স. এর আহলে বায়াত (বংশধর গণও) তেমনি হজরত নুহ আ. এর কিতী সদৃশ। এই কিন্তীতে আরোহনকারীরা নিরাপদ। তাই তাঁদের প্রতি মহব্বত ঈমানের অঙ্গ বলে বিবেচিত হ’য়েছে।
সুতরাং আমাদের ঈমানকে সঞ্জীবিত রাখতে হ’লে, আহলে বায়াতের কেন্দ্রবিন্দু হজরত ফাতেমা রা.এর প্রসঙ্গ আলোচিত হওয়া জরুরী। সে উদ্দেশ্যেই নিবেদিত ‘নবী নন্দিনীর’ সপ্তম সংস্করণের প্রাক্কালে আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি। সোবহানাল্লাহি ওয়া বিহাম্দিহি সোবহানাল্লহিল আজীম। সকল প্রকার উৎকৃষ্ট দরূদ এবং সালাম বর্ষিত হোক মহানবী মোহাম্মদ স., তাঁর সম্মানিত সহচরবৃন্দ এবং পবিত্র পরিবার পরিজন ও বংশধরগনের প্রতি ।
নিচে নবী নন্দিনী pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.8 MB |
প্রকাশ সালঃ | ২০০৮ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুল ওয়াহাব খান |
বইয়ের অনুবাদকঃ |