নবী পরিবারের সৌরভ pdf বই ডাউনলোড। জারিয়া বলে, “মক্কা হতে মদীনা শরীফে হিজরতের রাতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদেরকে নিজ নিজ ঘর ত্যাগ করতে মানা করেছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই নিষেধাজ্ঞা অমান্য করে আবু বকর সিদ্দীক তাঁর ঘর হতে বের হয়ে আসেন এবং রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অনুসরণ করেন। রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে অনুসরণ করতে দেখতে চাননি এবং তাঁকে ফেরত পাঠাবার কথা চিন্তা করছিলেন।
এমনি সময় জিবরাইল আমীন আলাইহিস সালাম এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সতর্ক করে দিলেন এবং বল্লেন যে আবু বকর ফিতনা সৃষ্টি করতে চান এবং তাঁকে ফেরত পাঠালে তিনি কুরাইশদের পক্ষ নিয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন। সুরা তওবার ৪০ নং আয়াতে ঘোষিত- لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا۔-ভয় পেয়ো না, আল্লাহ্ আমাদের সাথে আছেন।
ঐশী বাণীটি পরিস্ফুট করে যে আবু বকর সিদ্দীক একজন কাফের তথা অবিশ্বাসী ছিলেন।” (নাউযু-বিল্লাহে মিন যালেকা) (হুসনিয়া পুস্তক) :
আরও ইসলামিক বই দেখুনঃ
- পরকালের সম্বল pdf বই ডাউনলোড
- বিয়ে pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
জবাব: ইতিহাসের গ্রন্থাবলীর সর্বসম্মত বর্ণনা অনুযায়ী রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের প্রতি কোরাইশ বংশীয় কাফেররা দিনকে দিন তাদের নির্যাতন-নিপীড়ন বৃদ্ধি করে চলেছিল। অবশেষে তারা তাঁদের প্রতি অবরোধ দিয়েছিল। এই তিন বছরের অবরোধের সময় কিছু সাহাবী মদীনা মোনাওয়ারায়, আর কিছু সাহাবী আবিসিনিয়ায় হিজরত করেন। উদাহরণস্বরূপ, হযরত উসমান ইবনে আফফান রাদ্বিয়াল্লাহু আনহু যিনি কুরআন মজীদকে সংকলন করে পুস্তক আকারে প্রকাশ করেন।
তিনি ও তাঁর স্ত্রী নবী নন্দিনী রুকাইয়া রাদ্বিয়াল্লাহু আনহা যখন আবিসিনিয়ায় হিজরত করতে মক্কা ত্যাগ করছিলেন, তখন নূর-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদেরকে দেখে বল্লেন, إِنَّ عُثْمَانَ أَوَّلُ مَنْ هَاجَرَ إِلَى اللَّهِ بِأَهْلِهِ بَعْدَ لُوطٍ – “নবীদের মধ্যে লুত আলাইহিস সালাম-ই তাঁর স্ত্রীসহ সর্বপ্রথম হিজরত করেন। আর আমার সাহাবীদের মধ্যে তুমি-ই সর্বপ্রথম স্ত্রীসহ হিজরত করতে যাচ্ছো। আল্লাহতা’লা জান্নাতে তোমাকে লুত আলাইহিস সালাম- এর সাথী করে দেবেন” (আল হাদীস)।
রোকাইয়া রাদ্বিয়াল্লাহু আনহা ছিলেন হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দ্বিতীয় কন্যা। সকল সাহাবীর (রা.) হিজরতের দরুন হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু ও হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু ছাড়া আর কেউই মক্কা মোকাররমায় বাকি রইলেন না।
নিচে নবী পরিবারের সৌরভ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.47 MB |
প্রকাশ সাল | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | তাযকিয়ায়ে আহলে বাইত রা. |
বইয়ের অনুবাদকঃ | কাজী সাইফুদ্দিন হোসেন |