নব্য ফেরাউনের কারাগার pdf বই ডাউনলোড। মিশরের নাম শুনতেই আল্লাহর নবী হযরত মূসা আঃ আন মুকুমুল আলা বলে খোদায়ী, দাবীদার ফেরাউনের কথা মনে পড়ে। আপনি আমার সাথে আসুন, পাচঁ মিনিটের মধ্যেই ফিরে আসছি। মেজর মুহাম্মাদ আব্দুল গাফফার তুর্ক আমাকে আমার ঘর থেকে গ্রেপ্তার করে এর এ কথাগুলো বললেন। ১৫ আগষ্ট,১৯৬৫ সনে আমাকে গ্রেপ্তার করা হয়।
আমি অসংকোচে এ কথা বলতে পারি, মেজর আমার সঙ্গে কোন খারাপ ব্যবহার করেননি, তার আচরণে ভদ্রতার ছাপ ছিল। এ ঘটনার রাতে আমি মার্কি লেখক জন চাটনিক-এর মানুষ ও ইঁদুর বইটি পড়ছিলাম। পড়া মাত্র শেষ হয়েছে।
আরও দেখুনঃ তাফসীরে সূরা তাওবা pdf বই ডাউনলোড
রাত ১ টার ঘন্টা বেজে ওঠল। সেই মূহুর্তে কলিংবেলেও ক্রিং ক্রিং করে ডেকে ওঠল। রাতের এমন ভয়ানক মধ্যে আগন্তুকের কথা ভেবে কিছুটা চমকিত হলাম। দরজা খুললাম। দেখি ভাই সুমায়ের আল-হুদায়রী দাড়াঁনো। মুখে হাসির লেশমাত্র কিন্তু। বিষন্নতার ছাপ পুরো চেহারাটা ঢেলে ফেলেছে। দৃষ্টি উদভ্রান্ত। ক্ষীণ তিনি আমাকে সালাম করলেন।
মিশরের কথা শুনলেই যেন মনে পড়ে যায় সেই ফিরাউনের কথা। যে নিজেকে আল্লাহ দাবী করতেন।
আমি সালামের উত্তর দিয়ে তাকে ঘরে ডাকলাম। দুজনে মুখোমুখী হয়ে বসলাম। তিনি একটা নতুন সংবাদ বলেনঃ আমাদের বন্ধু ইয়াহইয়া হুসাইন, আরব এয়ার কোম্পানীর একজন খার্তূমের পথ দিয়ে আদ্দিস আবাবা যাচ্ছিলেন। তিনি তার বিমান থেকে নেমের এয়ারপোর্টে টেক অফ করিয়েছেন, তারপর থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছেন।
আরও দেখুনঃ অর্ধবৃত্ত pdf বই ডাউনলোড
এ খবর শুনে আমার পুরো শরীর শিউরে ওঠল। আমার মনে পড়ল। আমাদের এই বন্ধু ইয়াহইয়া কৃষ্টি কলেজে পড়াশুনা করেছেন। এরপর বিমান পশিক্ষন ইনিস্টিটিউটে ভর্তি হয়ে তুখোর পাইলট হলেন। তিনি অনেকজ অর্থ ইনকাম করতে লাগলেন। কলেজেরৈই এক সহপাঠি মেয়েকে বিয়ে করলেন। তার ফুলের মত দুটো মেয়েও হল। আমার স্মৃতি-শক্তি অনুযায়ী এক মেয়ের নাম সুমাইয়া।
আরেকটির নাম আমান মনে নেই। ইয়াহইয়া হুসাইন খুবই শান্তিতে জীবন যাপন করছিলেন। তার আনন্দমুখর জীবনে ব্যাঘাত সৃষ্টি করার মত কিছু ছিল না। আমার জানা মতে তার কোন ধরনেরই সমস্যা ছিল না…..। আমি সুমাইয়াকে জিজ্ঞেস করলামঃ আপনি এ খবর কিভাবে পেলেন? আমি আমার দুলাভাই মুহাম্মাদ আল-গান্নাম ও জিয়া তোপচীর কাছে থেকে শুনেছিলাম। তারা বলেছেন।
আরও দেখুনঃ প্রতিদিনের নেক আমল pdf বই ডাউনলোড
নিচে নব্য ফেরাউনের কারাগার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল-খালেদ প্রকাশন বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 10.5 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আহমাদ রায়েফ-মিশর অনুবাদঃ শেখ নাঈম রেজওয়ানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ