নামাজের সময় সুচী
নামাজের সময় সুচী pdf বই ডাউনলোড। নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ওয়াজিব এবং নির্ধারিত সময়ের পূর্বে বা পরে নামাজ আদায় করার বর্ণনা । যে কোন নামাজের জন্য নির্ধারিত সময় পাওয়া গেলে উক্ত নামাজ ওয়াজিব হওয়ার বর্ণনা দুই ওয়াক্তের নামাজ এক ওয়াক্তে একত্রিত করে পড়ার হুকুম কি ? এর বর্ণনা ।
অত্র পুস্তিকায় আমরা কুরআন ও হাদিসের অনুসরণ করেছি এবং মাসআলা গুলোকে প্রমান সহকারে উল্লেখ করেছি আল্লাহ তায়াল কুরআন মাজিদে ইরশাদ করেন – “আমি তোমার নিকট এ কুরআন এ জন্য নাযিল করেছি , যাতে তুমি লোকদের নিকট বর্ণনা কর যে বিষয়ে তারা মতবিরোধ করছে এবং বিশ্বাসি সম্প্রদায়ের জন্য ইহা হেদায়াত ও রহমত স্বরুপ ।”
আরও দেখুনঃ শবে বরাত সঠিক দৃষ্টিকোণ pdf বই ডাউনলোড
তিনি আরো বলেন আমি তোমার নিকট কিতাব নাযিল করেছি , যা সমুদয় বিষয়ের বর্ণনাকারী এবং েসটা হেদায়াত , রহমত ও মুসলমানদের জন্য সুসংবাদ স্বরুপ । সুতরাং তাদের বান্দারা তাদের দ্বীন ও দুনিয়ার ব্যাপারে যে সকল বিষয়ে জ্ঞান লাভের প্রয়োজনিয়তা অনুভব করবে , আল্লাহ তায়ালা ঐ সমুদয় বিষয় তার কিতাবে অথবা নবী ( সাল্লাল্লাহু আলঅইহি ওয়া সাল্লাম )।
এর হাদিসে সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন । হাদিস হচ্ছে কুরআনের ভাষ্য ও ব্যাখ্যা – বিশ্লেষণ মাত্র । সাধারণভাবে বর্ণিত বিষয়কে খাসভাবে চিন্হিত করে দেয় । বস্তুত কুরআনের একটি আয়াত অন্যটির জন্য বর্ণনা ও ব্যাখ্যা স্বরুপ এবং স্থানে স্থানে সংক্ষিপ্তকে বিস্তত , ব্যাপককে সীমিত ।
আরও দেখুনঃ রাসূলুল্লাহ সাঃ স্ত্রীগণ যেমন ছিলেন pdf বই ডাউনলোড
সাধারণভাবে বর্ণিত বিষয়কে বিশেষ ধারায় বর্ণনা করা হয়েছে । এ প্রেক্ষাপটেই নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) ইরশাদ করেন জেনে রাখ ! আমাকে কুরআন এবং তার অনুরুপ একটি বিষয় প্রধান করা হয়েছে । (আহমাদ , আবূ দাঊদ ) এর সনদ সহিহ ।
উল্লেখিত কানুনের পরিপ্রেক্ষিত পাচঁ ওয়াক্ত নামাজের সময়সূচির বর্ণনা অন্যতম , যে নামায গুলো শারিরিক আমলের মধ্যে ফরজ হিসেবে করা হয়েছে । এবং মহা মহীম আল্লাহ তাআলার নিকট অতিব প্রিয়।
আরও দেখুনঃ সালাতে একাগ্রতা ও খুশু pdf বই ডাউনলোড
নিচে নামাজের সময় সুচী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ধর্ম আওকাফ দাওয়া পাবলিকেশন্স বইয়ের ধরণঃ সালাত বিষয়ক বইয়ের সাইজঃ 2.30 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আশশায়েখ মোহাম্মাদ বিন সালেহ আল ওসাইমীন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ