নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলাম pdf বই ডাউনলোড। জাতির নৈতিক চরিত্র ও বিশ্বাস এবং দুনিয়া ও আখিরাতের জীবনকে করেছেন সুন্দর। যারা এ দ্বীনের প্রতি বিশ্বাস স্থাপন ও আনুগত্য করবে এবং দ্বীনের নির্দেশকে যথাযথ পালন করবে, আল্লাহ তাদেরকে যাবতীয় ভ্রান্তি ও গোমরাহি থেকে মুক্ত রাখবেন, তারা কখণই বিভ্রান্ত ও পথভ্রষ্ট হবে না। এবং কোন প্রকার মোগরাহি তাদের স্পর্শ করতে পারবে না।
এ দ্বীনকে বাদ দিয়ে যারা অন্য পথে গিয়েছে, তারা পদে পদে বিপদের সম্মূখীন হয়েছে। তারা গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আল্লাহ তাআলা যাদের এ দ্বীনের প্রতি হেদায়াত দিয়েছে, তারাই দুনিয়াতে আলোর সন্ধান পেয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মানবাধিকার প্রতিষ্ঠায় রাসুলের অবদান pdf বই ডাউনলোড
- স্বামী স্ত্রীর অধিকার pdf বই ডাউনলোড
- অধিকারীর অধিকার pdf বই ডাউনলোড
- ইসলাম স্বীকৃত অধিকার pdf বই ডাউনলোড
- ইসলাম একমাত্র পরিপূর্ণ দ্বীন pdf বই ডাউনলোড
মনে রাখতে হবে, এ দ্বীন হল, অত্যন্ত মজবুত ও শক্তিশালি দ্বীন, যার কোন বিকল্প নাই, এ দ্বীনের লক্ষ্য ও উদ্দেশ্য অতীব সুদৃঢ় ও বস্তুনিষ্ঠ। এ দ্বীনের দিকে পথ নির্দেশ বা আহবান করা যেমন মহৎ, অনুরূপভাবে যারা এ দ্বীনের ডাকে সাড়া দেবে, তাদের পরিণতি ও ফলাফল সবই হবে মধুর ও সুখকর।
আরও মনে রাখতে হবে, এ দ্বীনের প্রতিটি সংবাদ সঠিক ও নির্ভুল। বিধানসমূহ ইনসাফ-পূ্ণ ও বস্তুনিষ্ঠ। এমন কোন আদেশ দেয়া হয়নি যার সম্পর্কে কোন সত্যিকার জ্ঞানী ব্যক্তি বলতে পারে, দ্বীনের এ আদেশটি যথার্থ বা প্রযোজ্য নয়। আবার এমন কোন নিষেধও করা হয়নি, যার সম্পর্কে কোন বুদ্ধিমান বলতে পারে এ কাজটি হতে নিষেধ করা অযৌক্তিক বা এ নিষেধ টি না করলে ভালো হত।
দুনিয়াতে আজ পর্যন্ত এমন কোন সত্যিকার জ্ঞানের আবির্ভাব হয়নি যা দ্বারা এ দ্বীনের কোন বিধানকে চ্যালেঞ্জ করা যেতে পারে এবং এমন কোন বিধান আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি যার দ্বারা দ্বীনের কোন বিধানকে অযৌক্তিক প্রমাণ করা যেতে পারে। এ দ্বীন এমন একটি দ্বীন, যা মানুষের স্বভাবের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দ্বীন মানুষকে সঠিক পথ দেখায় ও হকের সন্ধান দেয়, সত্যের পতাকা তলে আশ্রয় দেয়।
সততা হল এ দ্বীনের নিদর্শন, আর ইনসাফ হল এ দ্বীনের ভিত্তি, হক্ক হল এ দ্বীনের খুটিঁ , রহমত হল এ দ্বীনের আত্মা ও শেষ প্রান্তর এবং কল্যাণ হল এ দ্বীনের চির সাথী। সংশোধন ও সতর্ক করা এ দ্বীনের সৌন্দর্য ও কর্ম, আর উত্তম চরিত্র হল এ দ্বীনের সম্বল ও উপার্জন। যে ব্যক্তি এ দ্বীনকে ছেড়ে দেয় এবং এ দ্বীনের অনুকরণ হতে বিরত থাকে, তার বিশ্বাস ও অবিচলতার বিলুপ্তি ঘটে, চারিত্রিক বৈশিষ্ট আর অবশিষ্ট থাকে না, উন্নত ও উৎকৃষ্ট চরিত্রের অবনতি ঘটে। ভ্রান্ত ধারণাগুলো তার মধ্যে প্রগাঢ় হয়। দুশ্চিন্তা ও নানাবিধ ভ্রান্তি তার মধ্যে জাল বুনে।
নিচে নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.16 MB |
প্রকাশ সালঃ | ২০১১ |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুর রাজ্জাক ইবন আঃ মুহসীন আল-বদর |
অনুবাদঃ | জাকের উল্লাহ আবুল খায়ের |